রবির নতুন ইন্টারনেট মডেম ও প্যাকেজ এ যা যা পাচ্ছেন

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল। আমরা যারা নতুন ইন্টারনেট সংযোগ কিনতে চাই তাদের জন্য আমার এ পোস্ট। আজ আমি রবি মডেম নিয়ে আলোচনা করবো এবং জানানোর চেস্টা করবো কি কি আছে এতে। রবি তাদের গ্রাহকদের জন্য খুব আকর্ষনীয় ইন্টানেট মডাম নিয়ে এলো বাজারে। সাথে রয়েছে নতুন একটি প্যাকেজ। চলুন জানা যাক কি কি আছে এতে…


কি আছে রবি মোডামে …….
  • HSDPA/UMTS ২১০০ মে.হার্টজ্‌
  • AG/GPRS/GSM ১৯০০১৮০০/৯০০
  • HSDPA যাটা রেট ৩.৬ MBPS
  • SMS ও ভয়েস সার্ভিস
  • প্লাগ এ্যান্ড প্লে
  • Windows 7/Vista/XP/2000 ও Mac তে সহযে ব্যবহার করা যাবে
  • SIM লাগানোর যয়গা
এবার দেখা যাক কি আছে রবি প্যাকেজে………..
  • একটি  ইন্টারনেট মোডেম
  • একটি  প্রিপেইড সিম
  • 1 জিবি ফ্রি (ড্যাটা)
  • বান্ডলের সাথেই থাকছে ১ জিবি ড্যাটা (৩০ দিন মেয়াদের)
  • প্রতিবার ১ জিবি কিনলে আরো ১ জিবি ফ্রি পাবেন।১ জিবির দামের ২ জিবি পাবেন।
  • প্রতি ১ জিবি ড্যাটা প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।
  • অন্য কোন পরিমাণ ড্যাটা কিনলে এই বোনাস পাবেন না।
  • কেবল বান্ডল গ্রাহকদের জন্যেই এই অফার প্রযোজ্য থাকবে।
  • অফারটি শুরু হলো ১৪ এপ্রিল ২০১১ তারিখ থেকে  চলবে আগামী ৩ মাস
এবার দেখুন কি ভাবে আফারটি চালু করবেন……..
       অনেকেই আছেন যারা P6 ব্যবহার করেন কিন্তু কানেকশন দিতে পারেন না।অন্যের কাছে ধন্য দিতে হয়। 
এবার P6কানেক্ট করার করবেন আপনি নিজেই।
আপনার  মডেম খথকে সিমটি খুলে সেল ফোনে দিয়ে মেসেজ অপশনে যান। তারপর P6লিখে 5000 মেসেজ পাঠান এবার আপনাকে গ্রামীন ফোন থেকে একটি মেসেজ পাঠাবে অপনাকে তারপর আপনি  Y লিখে আবারো মেসেজ দিন 5000 -এ। তারপর আপনাকে আরো একটি মেসেজ পাঠাবে গ্রামীন ফোন আপনার কানেক্ট কম্পের্কে । মেসেজটি না পড়লেও চলবে। হয়েগেল আপনার গ্রামীন ফোনের P6 কানেকশন।
  • ১১১ ডায়াল করে কিংবা ভয়েস কল করে এই অফারটি চালু করতে পারবেন।
  • *৫৫৬*১০# ডায়াল করে আপনার মেয়াদ ও কতটুকো জায়গা পেলেন তা জানতে পাবেন।
  • *৮৪৪৪*৮৫# ডায়াল করে ১ জিবি ভলিউম প্যাক কিনতে পারবেন।
  • *২২২*৮১# ডায়াল করে আপনার ব্যালান্স জানতে পারেন।
রবি ইন্টারনেট মডেম এখন মাত্র ১৫৫০ টাকায়। ইন্টারনেট সিম সহ সকল রবি কেন্দ্রে পাওয়া যাবে। সকল  রবি গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA