Kaspersky AntiVirus 2011 [সংগ্রহে রাখুন]

বিসমিল্লাহির রহমানির রাহিম


আমরা সবাই জানি ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ক্যাসপাস্কাইয়ের কোন জুড়ি নেই। বিশ্বের সেরা এন্টিভাইরাসের তালিয়াকায় এটি রয়েছে। সারা বিশ্বে হাজার হাজার মানুষ এন্টিভাইরাস হিসেবে এটি ব্যবহার করছে। এই এন্টিভাইরাস সম্পর্কে অনেকেরই প্রাথমিক ধারণা আছে তাই আর বেশি কিছু বলব না। বর্তমানে ক্যাস্পারস্কাই ২০১১ সালে ১১ ভারসনটি তারা বের করেছে। এই ভারসনটিতে এই এন্টিভাইরাস এখন আরো উন্নত আরো শক্তিশালি।

স্ত্রীনশটঃ



ডাউনলোডঃ


*********************************

»» read more

ক্যাসপারস্কায KIS, KAV ২০০৯ + কর্মরত চাবি




নতুন ডাউনলোড করুন এবং পরীক্ষা করেছিলেন। কোড কালো তালিকাভুক্ত করার পরে কর্মরত এই গুলো হলো ক্যাসপারের কোড নম্বর: http://rapidshare.com/files/237453032 Kaspersky Anti-Virus ২০০৯ v8 0 0 506 ডাউনলোড করে (XP, Vista) চূড়ান্ত কোড: http: //rapidshare.com/files/237452368 নতুন ডাউনলোড করে,এবং পরীক্ষা করেছিল  কোড কালো তালিকাভুক্ত করার পরে কর্মরত KAV KEYS: এ http: //rapidshare.com/files/237453031
»» read more

Symantec AntiVirus Corporate Edition 10.1.7000.7 Full Enjoy



Symantec AntiVirus 10.1 includes new features, as well as improvements to existing features. This document describes the new features in this release.

Auto-Protect improvements
Protects your Symantec AntiVirus computers by blocking security risks before they install if Symantec determines that this action would not leave the computer in an unstable state.

Anti-spyware improvements
Repairs complicated risks, such as Winsock LSP and host file infections, stealthed user mode risks (rootkits), and persistent security risks that are difficult to remove or that reinstall themselves.

Security risks exclusions
Lets administrators better define their company's security policies by allowing them to exclude security risks from on-demand scans and Auto-Protect scans.

Key Benefits :
- Ensures that servers and desktops stay updated and properly configured, saving time and cost of traveling from machine to machine.
- Detects and prevents spyware from spreading throughout the company infrastructure.
- Guards product from unauthorized access and attacks through integrated tamper protection.
- LIFE TIME ACTIVATION [NO SERIALS OR CRACKS NEEDED ITS PREACTIVATED]

Code:
http://hotfile.com/dl/26672721/47c4551/Symantec.AntiVirus.Corporate.Edition.v10.rar.html
Download Now

 ************************************************************

»» read more

রবির নতুন ইন্টারনেট মডেম ও প্যাকেজ এ যা যা পাচ্ছেন

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল। আমরা যারা নতুন ইন্টারনেট সংযোগ কিনতে চাই তাদের জন্য আমার এ পোস্ট। আজ আমি রবি মডেম নিয়ে আলোচনা করবো এবং জানানোর চেস্টা করবো কি কি আছে এতে। রবি তাদের গ্রাহকদের জন্য খুব আকর্ষনীয় ইন্টানেট মডাম নিয়ে এলো বাজারে। সাথে রয়েছে নতুন একটি প্যাকেজ। চলুন জানা যাক কি কি আছে এতে…


কি আছে রবি মোডামে …….
  • HSDPA/UMTS ২১০০ মে.হার্টজ্‌
  • AG/GPRS/GSM ১৯০০১৮০০/৯০০
  • HSDPA যাটা রেট ৩.৬ MBPS
  • SMS ও ভয়েস সার্ভিস
  • প্লাগ এ্যান্ড প্লে
  • Windows 7/Vista/XP/2000 ও Mac তে সহযে ব্যবহার করা যাবে
  • SIM লাগানোর যয়গা
এবার দেখা যাক কি আছে রবি প্যাকেজে………..
  • একটি  ইন্টারনেট মোডেম
  • একটি  প্রিপেইড সিম
  • 1 জিবি ফ্রি (ড্যাটা)
  • বান্ডলের সাথেই থাকছে ১ জিবি ড্যাটা (৩০ দিন মেয়াদের)
  • প্রতিবার ১ জিবি কিনলে আরো ১ জিবি ফ্রি পাবেন।১ জিবির দামের ২ জিবি পাবেন।
  • প্রতি ১ জিবি ড্যাটা প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।
  • অন্য কোন পরিমাণ ড্যাটা কিনলে এই বোনাস পাবেন না।
  • কেবল বান্ডল গ্রাহকদের জন্যেই এই অফার প্রযোজ্য থাকবে।
  • অফারটি শুরু হলো ১৪ এপ্রিল ২০১১ তারিখ থেকে  চলবে আগামী ৩ মাস
এবার দেখুন কি ভাবে আফারটি চালু করবেন……..
       অনেকেই আছেন যারা P6 ব্যবহার করেন কিন্তু কানেকশন দিতে পারেন না।অন্যের কাছে ধন্য দিতে হয়। 
এবার P6কানেক্ট করার করবেন আপনি নিজেই।
আপনার  মডেম খথকে সিমটি খুলে সেল ফোনে দিয়ে মেসেজ অপশনে যান। তারপর P6লিখে 5000 মেসেজ পাঠান এবার আপনাকে গ্রামীন ফোন থেকে একটি মেসেজ পাঠাবে অপনাকে তারপর আপনি  Y লিখে আবারো মেসেজ দিন 5000 -এ। তারপর আপনাকে আরো একটি মেসেজ পাঠাবে গ্রামীন ফোন আপনার কানেক্ট কম্পের্কে । মেসেজটি না পড়লেও চলবে। হয়েগেল আপনার গ্রামীন ফোনের P6 কানেকশন।
  • ১১১ ডায়াল করে কিংবা ভয়েস কল করে এই অফারটি চালু করতে পারবেন।
  • *৫৫৬*১০# ডায়াল করে আপনার মেয়াদ ও কতটুকো জায়গা পেলেন তা জানতে পাবেন।
  • *৮৪৪৪*৮৫# ডায়াল করে ১ জিবি ভলিউম প্যাক কিনতে পারবেন।
  • *২২২*৮১# ডায়াল করে আপনার ব্যালান্স জানতে পারেন।
রবি ইন্টারনেট মডেম এখন মাত্র ১৫৫০ টাকায়। ইন্টারনেট সিম সহ সকল রবি কেন্দ্রে পাওয়া যাবে। সকল  রবি গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ
»» read more

Yahoo answer মাইক্রোওয়ার্কারস এর আরেক ক্ষেত্র

আমরা যারা মাইক্রোওয়ার্কারস এ কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করেছি তারা নিশ্চয়ই Yahoo answer শব্দটির সাথে পরিচিত। এই কাজটি সফলভাবে করতে পারলে আপনি পাবেন ২০-২৫ সেন্ট। তবে কাজের সঠিক প্রসেসিং জানা থাকলে কাজটি অত্যন্ত সহজে এবং অল্প সময়ে করতে সক্ষম হবেন। তবে অবশ্যই ইমপ্লোয়ারের চাহিদাকে পূরনের চেষ্টা করতে হবে সবসময়।
এবার আসুন কি চায় একজন ইমপ্লোয়ার?
এ ধরনের কাজে বেশিরভাগ ক্ষেত্রে একজন ইমপ্লোয়ার বলে যে, যিনি Yahoo answer এর কাজটি করবেন অবশ্যই তার একটি লেবেল টু সমৃদ্ধ আইডি থাকতে হবে। কেননা  Level 2 যুক্ত আইডি না হলে আপনি কখনই Dofollow লিংক ব্যবহার করতে পারেবেন না। এখানে ইমপ্লোয়ারের মূল উদ্দেশ্যই হচ্ছে Dofollow লিংক ব্যবহারের মাধ্যমে তার কোন সাইটের প্রচারনা চালানো। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যেকোন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে যেটি আপনি Yahoo answer এ গিয়ে সার্চ করলেই পাবেন। তৃতীয় যেটি চাইতে পারে সেটি হচ্ছে উত্তরটি অবশ্যই ২০-৩০ শব্দ কিংবা বায়ারের ইচ্ছানুযায়ী হতে পারে। তবে এটি খুব সহজেই একাউন্ট করতে পারবেন এমএস ওয়ার্ড সফটওয়্যার এর মাধ্যমে।

কিভাবে হবে Level 2?
Yahoo answer এর মধ্যে বেশ কিছু ভাগ আছে যার একেক ভাগের সুযোগ সুবিধা একেক রকম। এখানে যেহেতু Level 2 সম্পর্কে বলা হয়েছে আমরা সেটিই বোঝার চেষ্টা করব। এটি অনেকটা ছোট গেমসের মত। আপনি যখন এখানে কাজ শুরু করবেন অর্থাৎ প্রশ্নের উত্তর দেয়া শুরু করবেন তখন আপনাকে দেয়া হবে ১০০ পয়েন্ট আর প্রতিটি উত্তরে পাবেন ২ পয়েন্ট তবে প্রতিদিন উত্তর দিতে পারবেন সর্বোচ্চ ২০ টি। পাশাপাশি আপনি যদি কোন প্রশ্ন করেন তবে আপনার মোট পয়েন্ট থেকে কাটা যাবে ৫ পয়েন্ট। এখানে আমরা যেহেতু Level 2 করার চেষ্টা করব সেহেতু প্রথমে কোন প্রশ্ন করব না। কেননা মাত্র কয়েকদিন যদি এখানে প্রশ্নের উত্তর দেই তবেই আমাদের পয়েন্ট ২৫০ ওভার করবে এবং আমরা পাব আমাদের কাঙ্খিত সেই স্থান Level 2। ও হ্যাঁ, আরকটি কথা তো বলাই হয়নি কখনো যদি আপনার কোন উত্তর Best answer হিসেবে গ্রহনযোগ্য হয় তবে আপনি পাবেন বোনাস ১০ পয়েন্ট। এবার নিজেই ভাবুন লেবেল টু করা খুব বেশি কষ্টকর হবে কিনা।
Level 2 সমৃদ্ধ একটি একাউন্ট থাকলে খুব সহজেই আপনি উপার্জন করতে পারেন প্রতিনিয়ত কিছু অর্থ পাশাপাশি আপনার নিজের সাইটের জন্যও মার্কেটিং করতে পারেন একইভাবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক কিংবা ঘন ঘন Dofollow লিংকের ব্যবহার না ঘটে। তা হলে গাইড লাইন অমান্য করার দায়ে আপনার একাউন্টটি হয়তো চিরদিনের জন্য বন্ধ করে দিবে Yahoo কতৃপক্ষ। যতটুকু জানি বলার চেষ্টা করেছি মাত্র এটুকু সঠিকভাবে অনুসরন করলে আপনিও মাইক্রোওয়ার্কারস থেকে আয় করতে পারবেন ইনশাল্লাহ।
টপিকসটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
»» read more

একেবারেই বিনামূল্যে গ্রাহকদের স্পিড দ্বিগুণ করে দিলো কিউবি

বাংলাদেশে বসবাসকারীদের জন্য ইন্টারনেট মানেই যেন দূর্ভাগ্য। অত্যন্ত নিম্নমানের সেবা, নিম্নগতি ও নানা ধরনের সমস্যায় জর্জরিত ইন্টারনেট সেবা নিয়ে প্রায়ই ব্যবহারকারীদের ক্ষোভ প্রকাশ ও আফসোস করতে দেখা যায় বিভিন্ন ব্লগে, পত্রিকায় ও সামাজিক নেটওয়ার্কে। তবে আজ যে খবরটি জানাবো, তা কিছুটা হলেও অবাক হওয়ার মতো। ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি জানিয়েছে, তারা তাদের গ্রাহকদের ইন্টারনেট স্পিড দ্বিগুণ করে দিয়েছে। কেবল তাই নয়, এই সুবিধার জন্য গ্রাহকদের অতিরিক্ত কোনো খরচও দিতে হবে না বলে জানিয়েছে কিউবি কর্তৃপক্ষ। কিউবি থেকে প্রেরিত একটি ইমেইল ঘোষণায় এসব তথ্য জানা গেছে।
 উল্লেখ্য, এর আগে অনেকদিন থেকেই কিউবির ব্যবহারকারীরা লক্ষ্য করেন তাদের স্পিডের দ্বিগুণ গতি। বিষয়টি সফটওয়্যার আপডেট বা বাগজনিত সমস্যা ধরে নিয়েছেন অনেকেই। কিন্তু আজ কিউবি প্রেরিত এই ইমেইলের পর নিশ্চিত হওয়া গেল যে, কোনো টেকনিক্যাল ত্রুটি নয়, বরং ইচ্ছে করেই কিউবি তাদের গ্রাহকদের দ্বিগুণ গতির ইন্টারনেট সেবা দিচ্ছে।

image001
কিউবির প্রেরিত মেইল অনুসারে, ২৫৬ কেবিপিএস এর গ্রাহকরা ৫১২, ৫১২ কেবিপিএস-এর গ্রাহকরা ১ এমবিপিএস এবং ১ এমবিপিএস-এর গ্রাহকরা ২ এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। অন্যদিকে কিউবি প্রি-পে-এর জন্যও ৪০০ ও ৭০০ টাকার প্রিপেইড কার্ডে যথাক্রমে ১ ও ২ গিগাবাইট ব্যবহার করা যাবে সর্বোচ্চ ১ এমবিপিএস স্পিডে। তবে ৫৫০ টাকায় ৩ গিগাবাইট ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে স্পিড ২৫৬ কেবিপিএস পাওয়া যাবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ, একমাত্র ২৫৬ কেবিপিএস-এর প্যাকেজ হচ্ছে ৫৫০ টাকায় ৩ গিগাবাইট।
image002
জানা গেছে, এই সুবিধা সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য। গ্রাহকরা ইতিমধ্যেই দ্বিগুণ গতির সেবা উপভোগ করছেন এবং এর জন্য কোনো মাইগ্রেশন করার প্রয়োজন হবে না।
এখানে উল্লেখ্য, দ্বিগুণ গতির ইন্টারনেট সবসময় থাকবে না। কিউবি জানিয়েছে, স্পিড আগেরই থাকবে তবে তা বেড়ে গিয়ে সর্বোচ্চ দ্বিগুণ হতে পারে। অর্থাৎ, সর্বনিম্ন গতি আপনার পূর্বের প্ল্যান এবং সর্বোচ্চ দ্বিগুণ। তাই সবসময়ই দ্বিগুণ স্পিড না পেলেও চিন্তার কিছু নেই। সময় সময় স্পিড বাড়িয়েই দেবে কিউবি। অবশ্য ব্যবহারকারীরা জানাচ্ছেন তারা সবসময়ই দ্বিগুণ গতির ইন্টারনেট পাচ্ছেন।
কিউবির এই উদ্যোগে একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলালায়নের নিশ্চয়ই মাথাব্যাথা শুরু হয়েছে। কারণ, আর যাই হোক, এমন সুবিধা অন্য কোনো আইএসপি’র কাছ থেকেই আশা করা যায় না বলেই মনে করেন অনেকে।
»» read more

কম্পিউটার কি? কিভাবে কে তৈরি করেছে?আধুনিক হওয়া সম্পর্কে।


কম্পিউটার সমন্ধে সবাই কিছুনা কিছু জানেন। আসলে কম্পিউটার একটি গণনাকারী ইলেট্রনিক্র যন্ত্র। যা হার্ডওয়্যার ও সফটয়ার দ্বরা গঠিত। বর্তমান বিশ্বে কম্পিউটার ব্যাবহার এতই ব্যাপক যে প্রায় সর্বক্ষেত্রেই এর প্রয়োজনীতা লক্ষনীয়। যুগে যুগে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের নিরলস সাধনা ও গভীর তপস্যার ফসল আজকের আধুনিক কম্পিউটার। আধুনিক কম্পিউটারের মৌলিম রুপরেখা তৈরি করেন বৃশি গলণ বিশারদ চ  চার্লস ব্যাবেজ (Charles Babbage)
১৯৪৬ সালে যু্ক্তরস্ট্রের পেনসিলভার্নিয়া বিশ্ববিদ্যালয়ের আথ্যাপক ডঃ জন মউসলি এবং তাঁর এক ছাত্র তৈরি করেন প্রথম ডিজটাল কম্পিউটার। আকারে এ কম্পিউটার ছিল বড়। অতঃপর কম্পিউটারের উপর বিভিন্ন বিজ্ঞানী গবেষনা করে এর বিভিন্ন পরিবর্তন ঘটায়। কমিপউটারের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের কধ্য দিয়ে। ১৯৭১ সালে আমেরিকার intel নামক কোম্পানী সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন। মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কম্পিউটার তৈরি করায় কডিম্পউটারের আয়তন ছোট, অনেকটা টেলিভিশনের মত ফলে ব্যবহারের সুবিধা বেড়ে যায় এবং কাজের ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। মূলতঃ এ ডিবাইস দিয়ে তৈরি কম্পিউটারকেই আধুনিক মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার বলা হয়।

»» read more

কম সময়ে একাধিক মেইল চেক করুন


অনেকের ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদি মিলিয়ে একাধিক মেইল অ্যাকাউন্ট রয়েছে। কোনোটা ব্যক্তিগত, আবার কোনোটা অফিসিয়াল কাজের। আর এক্ষেত্রে প্রত্যেকটি মেইল অ্যাকাউন্ট আলাদা আলাদাভাবে চেক করা যেমন কষ্টকর তেমন সময়সাপেক্ষ। তাই যারা গতিময় বিশ্বের সঙ্গে খাপখাইয়ে চলতে ভালোবাসেন তাদের জন্য আছে মাল্টি ই-মেইল নোটিফায়ার [এমইএন]। সফটওয়্যারটির সাহায্যে ডেস্কটপে বসেই তুলানামূলক কম সময়ের মধ্যে সবগুলো মেইল অ্যাকাউন্টের খোঁজখবর রাখা যায়। এক্ষেত্রে প্রতিটা ই-মেইল আইডির জন্য আলাদাভাবে শুধু একবারই লগ-ইন করতে হবে। পরে এমইএন প্রতি ১০ মিনিট পর পর স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে নতুন কোনো মেইল এসেছে কিনা। মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনার যত ইচ্ছা তত মেইল অ্যাকাউন্ট যোগ করা যাবে। এছাড়া প্রতিটি অ্যাকাউন্টের জন্য পছন্দমতো আলাদা আলাদা এলার্ট-টোনও সেট করা যাবে। http://www.mediafire.com/?nyy5jadotmc#1 লিঙ্ক থেকে এমইএন সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। লিংকটি  ক্লিক করার পর যে পেজটি আসবে তার উপরের ডান দিকে SKIP AD এ ক্লিক করুন।
»» read more

»» read more

ইন্টারনেট থেকে আয়ের ওয়েব সাইট

ইন্টারনেটে আয় এখন তথ্যপ্রযুক্তি বিশ্বে একটি অন্যতম জনপ্রিয় ধারণা। ইন্টারনেট থেকে টাকা আয়ের কৌশল ও তথ্য নিয়ে নতুন একটি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। এতে ইন্টারনেট থেকে টাকা আয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। কীভাবে আউটসোর্সিং শুরু করতে হবে কোন কোন ওয়েবসাইটে ভালো কাজ পাওয়া যায় সে বিষয়ে দিক-নির্দেশনা রয়েছে। এছাড়া দেশে প্রায়ই ইন্টারনেটে আয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সাইটটির মাধ্যমে কর্মশালার খবর, ডাটা এন্ট্রি, পেমেন্ট পদ্ধতির তথ্য সহজেই জানা যাবে। ইন্টারনেটে আয়ের পদ্ধতির মধ্যে গুগল অ্যাডসেন্স, পেইড টু ক্লিক, পে পার ক্লিক, ওডেস্ক, ডিজিটাল পয়েন্ট, রেন্ট আ কোডার, গেট আ ফ্রিল্যান্সার, পেমেন্ট গেটওয়ে, অ্যাফিলিয়েটস মার্কেটিং, রিভিউ, হাইপ, ডোমেইন পার্কিং ইত্যাদি কি, কীভাবে করতে হয় তার বিস্তারিত উলেল্গখ করা হয়েছে সাইটটিতে। পে-পাল, মানিবুকারসের মাধ্যমে কিভাবে পেমেন্ট নেওয়া যায় তাও জানা যাবে এখান থেকে। ওয়েবসাইটের ঠিকানা :
http://online-work-from-home.com
»» read more

তথ্য প্রযুক্তির বিকাশে সরকার যেভাবে বাধা সৃস্টি করতে পারে

প্রযুক্তিরর পথে কোন সুবিধা সৃষ্টি করতে পারুক আর না পারুক, এই পথে বাধা সৃষ্টি করা যে খুব সহজ সেটা সব সরকার প্রধানরাই জানে। বেশ কিছু পদ্ধতির মাধ্যমে সরকার প্রযুক্তি বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। অবাধ তথ্য প্রবাহে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও করতে পারে। আপনার সৃজনশীলতার উপরে হাত দিতে পারে। নতুন কোন প্রযুক্তি বা পন্য আপনাকে ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারে। তারই কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

১. চাইলেই আপনার বা আপনার প্রিয় ওয়েবসাইটটি ব্লক করে দিতে পারে

যে কোন সরকার আপনার ওয়েবসাইটটি তার দেশ থেকে ব্লক করে দিতে পারে। আইএসপি সেবা প্রদানকারী সংস্থাগুলোকে সাইটের নাম দিয়ে ব্লক করে দিতে বললেই  দিলেই এই দেশে সেই সাইট দেখা যাবে না। যদিও আইপি হাইড করে বা প্রক্সি ব্যবহারের মতো বেশ কিছু সুচতুর কাজ করে সুবিধা অর্জন করতেও পারেন। তার পরেও সাধারন ব্যবহারকারীরা এত ঝামেলা করে সাইট দেখতে যাবে না।
বাংলাদেশে বেশ কিছু দিন ইউটিউব, রেপিড শেয়ার ও মেডিয়া ফায়ার বন্ধ ছিল, শেখ হাসিনার একটি অডিও ফাঁস হওয়ার জন্য। যদিও এদেশ থেকে  পর্ণ সাইটগুলো প্রবেশ পথে কোন বাধা নেই।  এখনো চীনে ইউটিউব বন্ধ। আর উইকিলিকসের ডোমেইনটিকেই টিকতে দেয় নি আমেরিকা।

২. কোন প্রযুক্তির পথে বাধা সৃষ্টি

একটি চলমান টেকনোলজিকে আরেকটি নতুন টেকনোলজিকে মেরে ফেলতে পারে। এক সময় আপনি সিআরটি মনিটর ব্যবহার করেন এখন হয়তো এলসিডিতে চলে এসেছেন। ঠিক তেমনি সুবিধাজনক প্রযুক্তিতে প্রবেশ করলে সরকারের সমস্যা হলে আপনার সুবিধাটি সে দেখবে না।
pedestrian-barriers

ভিওআ্ইপির মাধ্যমে ইন্টারনেটের মধ্যমে সহজে এবং অনেক কম খরচে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। অথচ সেই প্রযুক্তিপথে বাধা দিয়ে আটকে রাখা হচ্ছে। কোন একটি প্রযুক্তি যদি আমাকে কম খরচে বেশ সুবিধা দিতে পারে সেখানে সরকারের তো বাধা হয়ে দাড়ানোর কথা না।

৩. পণ্য আনা নেওয়াতে বাধা সৃষ্টি

প্রযুক্তির যে পন্যটি আজ ইউকে, ইউএসএ তে প্রবেশ করে সেটি্আমাদের চোখে দেখতে ছয়মাস থেকে এক বছর লেগে যায়। আর সেই সময়ে উন্নত দেশগুলোতে এই পন্যের বাজার থাকে না, হয়তো ভিন্ন কোন পণ্য নিয়ে তারা আছে।
বিদেশ থেকে প্রযুক্তি পণ্য আনা নেওয়াতে রয়েছে চরমভাবে বাধাগ্রস্ত করতে সরকার প্রস্তুত।

৪.নিরাপত্তাঃ

আপনি কি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ওয়েবে নিরাপদ রাখতে চান? তাহলে যে দেশে বসবাস করেন সেই দেশের সার্ভিস গ্রহণ না করাই ভাল। বর্তমানে গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার সবই আমেরিকা ভিত্তিক সাইট। আপনি যদি এই নেটওয়ার্কে কোন কথা বলেন যা আমেরিকার স্বার্থে আঘাত করে বা আমেরকা বিরোধী কোন মনোভাবকে সামাজিকভাবে জনপ্রিয় করে তোলার চেষ্টা করেন তাহলে আপনার তথ্যগুলো তারা হাতিয়ে নিতেই পারে। দেশি কোন সার্ভিসের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
উদাহণ হিসেবে বেশ কিছু দিন আগে উইকিলিকস সমর্থকদের গোপন আলোচনা আমেরিকা সরকারের হস্তগত করা হয়। ফেসবুক ফিলিস্তিনি অভ্যুত্থানের পেইজ মুছে দিয়েছে এতে প্রমানিত হয় যে দেশিয় স্বার্থ রক্ষায় সমগ্রিক জনগনের ব্যক্তিগত তথ্যের উপর প্রভাব বিস্তার হতেই পারে।
»» read more

তথ্য প্রযুক্তির বিকাশে সরকার যেভাবে বাধা সৃস্টি করতে পারে

প্রযুক্তিরর পথে কোন সুবিধা সৃষ্টি করতে পারুক আর না পারুক, এই পথে বাধা সৃষ্টি করা যে খুব সহজ সেটা সব সরকার প্রধানরাই জানে। বেশ কিছু পদ্ধতির মাধ্যমে সরকার প্রযুক্তি বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। অবাধ তথ্য প্রবাহে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাও করতে পারে। আপনার সৃজনশীলতার উপরে হাত দিতে পারে। নতুন কোন প্রযুক্তি বা পন্য আপনাকে ব্যবহারে বাধা সৃষ্টি করতে পারে। তারই কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

১. চাইলেই আপনার বা আপনার প্রিয় ওয়েবসাইটটি ব্লক করে দিতে পারে

যে কোন সরকার আপনার ওয়েবসাইটটি তার দেশ থেকে ব্লক করে দিতে পারে। আইএসপি সেবা প্রদানকারী সংস্থাগুলোকে সাইটের নাম দিয়ে ব্লক করে দিতে বললেই  দিলেই এই দেশে সেই সাইট দেখা যাবে না। যদিও আইপি হাইড করে বা প্রক্সি ব্যবহারের মতো বেশ কিছু সুচতুর কাজ করে সুবিধা অর্জন করতেও পারেন। তার পরেও সাধারন ব্যবহারকারীরা এত ঝামেলা করে সাইট দেখতে যাবে না।
বাংলাদেশে বেশ কিছু দিন ইউটিউব, রেপিড শেয়ার ও মেডিয়া ফায়ার বন্ধ ছিল, শেখ হাসিনার একটি অডিও ফাঁস হওয়ার জন্য। যদিও এদেশ থেকে  পর্ণ সাইটগুলো প্রবেশ পথে কোন বাধা নেই।  এখনো চীনে ইউটিউব বন্ধ। আর উইকিলিকসের ডোমেইনটিকেই টিকতে দেয় নি আমেরিকা।

২. কোন প্রযুক্তির পথে বাধা সৃষ্টি

একটি চলমান টেকনোলজিকে আরেকটি নতুন টেকনোলজিকে মেরে ফেলতে পারে। এক সময় আপনি সিআরটি মনিটর ব্যবহার করেন এখন হয়তো এলসিডিতে চলে এসেছেন। ঠিক তেমনি সুবিধাজনক প্রযুক্তিতে প্রবেশ করলে সরকারের সমস্যা হলে আপনার সুবিধাটি সে দেখবে না।

ভিওআ্ইপির মাধ্যমে ইন্টারনেটের মধ্যমে সহজে এবং অনেক কম খরচে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। অথচ সেই প্রযুক্তিপথে বাধা দিয়ে আটকে রাখা হচ্ছে। কোন একটি প্রযুক্তি যদি আমাকে কম খরচে বেশ সুবিধা দিতে পারে সেখানে সরকারের তো বাধা হয়ে দাড়ানোর কথা না।

৩. পণ্য আনা নেওয়াতে বাধা সৃষ্টি

প্রযুক্তির যে পন্যটি আজ ইউকে, ইউএসএ তে প্রবেশ করে সেটি্আমাদের চোখে দেখতে ছয়মাস থেকে এক বছর লেগে যায়। আর সেই সময়ে উন্নত দেশগুলোতে এই পন্যের বাজার থাকে না, হয়তো ভিন্ন কোন পণ্য নিয়ে তারা আছে।
বিদেশ থেকে প্রযুক্তি পণ্য আনা নেওয়াতে রয়েছে চরমভাবে বাধাগ্রস্ত করতে সরকার প্রস্তুত।

৪.নিরাপত্তাঃ

আপনি কি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ওয়েবে নিরাপদ রাখতে চান? তাহলে যে দেশে বসবাস করেন সেই দেশের সার্ভিস গ্রহণ না করাই ভাল। বর্তমানে গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার সবই আমেরিকা ভিত্তিক সাইট। আপনি যদি এই নেটওয়ার্কে কোন কথা বলেন যা আমেরিকার স্বার্থে আঘাত করে বা আমেরকা বিরোধী কোন মনোভাবকে সামাজিকভাবে জনপ্রিয় করে তোলার চেষ্টা করেন তাহলে আপনার তথ্যগুলো তারা হাতিয়ে নিতেই পারে। দেশি কোন সার্ভিসের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।
উদাহণ হিসেবে বেশ কিছু দিন আগে উইকিলিকস সমর্থকদের গোপন আলোচনা আমেরিকা সরকারের হস্তগত করা হয়। ফেসবুক ফিলিস্তিনি অভ্যুত্থানের পেইজ মুছে দিয়েছে এতে প্রমানিত হয় যে দেশিয় স্বার্থ রক্ষায় সমগ্রিক জনগনের ব্যক্তিগত তথ্যের উপর প্রভাব বিস্তার হতেই পারে।
»» read more

অনলাইনে সহজেই তৈরী করুন নিজের ফ্রী টিভি চ্যানেল!

আমরা অনেকেই অনলাইন ঢিভি চ্যানেলের সাথে খুব একটা পরিচিত নই। কেননা বাংলাদেশের কম গতিসম্পন্ন ইন্টারনেটের কারনে অনলাইন টিভি চ্যানেলগুলো, এমনকি ভিডিও ঠিকমত দেখা যায় না। তবে বর্তমানে বাংলাদেশে ওয়াইম্যাক্স ও বিভিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আসায় সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। তাই এখন আসুন, নিজেরাই তৈরী করি অনলাইন টিভি চ্যানেল!
খুব সহজেই অনলাইনে তৈরী করা যায় নিজের ফ্রী অনলাইন টিভি চ্যানেল। এজন্য প্রথমে WorldTV ওয়েব সাইটে যান। এরপর কিছুক্ষন লোড হওয়ার পর একটি পেইজ আসবে, সেখানে Continue তে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত একটি পেইজ আসবে এবং সেখানে যে ভিডিও গুলো আপনার চ্যানেলে দেখাতে চান সেগুলোর লিংক দিন এবং Next বাটনে ক্লিক করুন।

পরের ধাপে আপনার চ্যানেলের জন্য পছন্দমত একটি নাম দিন। একটি নাম এভেইলেবল না থাকলে অন্য একটি দিয়ে চেস্টা করুন। এরপর আপনার টিভি চ্যানেলের জন্য লোগো নির্বাচন করে Next এ ক্লিক করুন এবং আপনার ই-মেইল এড্রেস দিন। ব্যাস, আপনার টিভি চ্যানেলটি তৈরি হয়ে গেছে :) সেখান থেকে Next এ ক্লিক করে আপনার এডিটর পেইজে যান এবং প্রয়োজনীয় সেটিংস ঠিক করুন। আপনার ওয়েব সাইটে টিভি চ্যানেল এড করার জন্য এডিটর পেইজের উপরের ট্যাবগুলোর সাহায্য নিন।

Standard অথবা iFrame এমবেড থেকে যেকোন একটি বেছে নিয়ে আপনার সাইটে যুক্ত করতে পারবেন।
এবার আপনার অনলাইন চ্যানেলটি ভিজিট করে দেখুন আপনার দেয়া ভিডিওগুলো পর্যায়ক্রমে প্লে হচ্ছে। উদাহরন হিসেবে এই টিভি চ্যানেল http://www.bdwebtv.tkhttpভিজিট করে দেখতে পারেন।
»» read more

আনস্টপেবল কপিয়ার’ দিয়ে করাপ্টেড ডিস্ক থেকে কপি

অনেক সময় হার্ডডিস্ক ড্রাইভের কিছু তথ্য নষ্ট বা করাপ্টেড হলে সাধারণভাবে ফাইল/ফোল্ডার কপি হয় না। ফলে ফাইল/ফোল্ডার কপি করতে গেলে করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়। এমন সমস্যার সমাধান হলো ‘আনস্টপেবল কপিয়ার’। সফটওয়্যারটি চালু করে Source ও Target ফোল্ডার নির্বাচন করে Copy-তে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না। ফাইল সরিয়ে রাখতে (মুভ) চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে। মাত্র ৫০০ কিলোবাইটের মতো ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে ডাউনলোড করা যাবে।
»» read more

মাউসের দুই ক্লিকের গতি দ্রুত অথবা ধীর

মাউসের দুই ক্লিকের গতি বাড়াতে বা কমাতে হলে Start\Settings\Control Panel\Mouse-এ গিয়ে দুবার ক্লিক করুন। এরপর Mouse Properties ডায়ালগ বক্সের Button ট্যাবের Double click speed বারটিকে Fast করতে হবে এবং কমাতে হলে Slow করে দিতে হবে।
»» read more

দুই ক্লিকেই কম্পিউটার চালু

সাধারণত কম্পিউটারের সুইচ চেপে কমিপউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del কি চেপে Bios-এ প্রবেশ করুন। তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power On my Mouse নির্বাচন করে Enter দিন। Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন মাউসে ডবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদার বোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে।
»» read more

»» read more

গ্রামীণফোনের ওয়েবসাইটে বাংলা

বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণফোন লিমিটেডের ওয়েবসাইটের  বাংলা সংস্করণ চালু করা হয়েছে। এর ফলে এই ওয়েবসাইটে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ও সেবার তথ্য বাংলায় দেখা যাবে। আপনি দেখতে চাইলে এখানে ক্লিক করুন www.grameenphone.com
ওয়েবসাইটটিকে আরও তথ্যবহুল ও সহজে ব্যবহারযোগ্য করতে গত জানুয়ারি মাসে ব্যাপক পরিবর্তন আনা হয়। সাইটটিকে আরও ইন্টারঅ্যাকটিভ ও আকর্ষণীয় করতে স্টোর লোকেটর এবং প্যাকেজ অ্যাডভাইজারের মতো প্রোগ্রাম যোগ করা হয়েছে। স্টোর লোকেটর গ্রাহকদের কাছের জিপিসি এবং গ্রাহকসেবা কেন্দ্র সহজে খুঁজে বের করতে সাহায্য করবে। আর প্যাকেজ অ্যাডভাইজারের মাধ্যমে গ্রাহক নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী গ্রামীণফোনের প্যাকেজ বেছে নিতে পারবেন।
»» read more

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA