My Documents সুরক্ষিত রাখুন পদ্ধতি

আমরা সকলে My Documents এর সাথে কম বেশী পরিচিত। কম্পিউটার ব্যবহার করেন কিন্ত My Documents ব্যবহার করেন না এমন লোক পাওয়া যাবে না। আমরা সকলেই জানি My Documents Folder টি C ড্রাইভের-ই একটি অংশ। প্রয়োজনে আমরা উক্ত ফোল্ডারটি অন্য ড্রাইভে মুভ করতে করি। ফলে C ড্রাইভ অথবা উন্ডোজ ফেল করলে My Documents Folder নিরাপদ থাকে । কিন্তু যদি সম্পূর্ন হার্ডডিস্ক করাপ্ট হয়ে যায় সে ক্ষেত্রে কি সমস্যায় পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। আমি আজ আপনাদের জানাবো কিভাবে তা সুরক্ষিত রাখা যায় কোন প্রকার ঝামেলা ছাড়া।
তবে উল্লেখ্য যে আপনার আনলিমিটেড ইন্টানেট কানেকশন থাকা চাই। আমি দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করছি কিন্ত আমার My Documents-এর ফাইলগুলোকে বিভিন্ন সময় ব্যাকআপ রাখতে গিয়ে নানান সমস্যার সুষ্টি করেছি। এরপর আমার My Documents Folder টি Drop Box ফোল্ডারে Move করে দেই ।
আসুন জেনে নিই কিভাবে সেটআপ করবো।
  • ১। নিচের লিংক-এ ক্লিক করে রেজিস্টেশন করুন। এরপর Skip AD  ক্লিক করুন। https://www.dropbox.com/referrals/NTcyMzA5Mjk
  • ২। Dropbox সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুন সাইন ইন সহ।
  • ৩। ইন্সটল করার পর Dropbox ডিফল্ট ফোল্ডারের লোকেশন C ব্যতিত অন্য যে কোন ড্রাইভে নির্ধারন করে দিন।

  • ৪। My Documents ফোল্ডারটি Drop box ফোল্ডারে মুভ করে দিন।
  • ৫। এখন My Documents সহ Drop box –এর অন্য যে কোন ফাইল সুরক্ষার দায়িত্ব এখন Drop Box-এর।
 Drop Box ব্যবহার করে আমি যে কি সুবিধা পাচ্ছি তা বুঝাতে পারবো না। ব্যবহার করেই দেখুন না একবার। আমার দীর্ঘ সময়ের কম্পিউটারের অভিজ্ঞতার ভিত্তিতে ১০০% আত্ববিশ্বাসের সাথে বলতে পারি অসাধারন একটি সার্ভিস।
কমেন্ট করতে ভুলবেন না।
»» read more

কিভাবে জানবেন আপনার কম্পিউটারে USB2.0 আছে কিনা ?

 কিভাবে জানবেন আপনার কম্পিউটারে   USB2.0 আছে কিনা ? | Techtunes কিভাবে জানবেন আপনার কম্পিউটারে   USB2.0 আছে কিনা ? | Techtunesআজ আপনাদের কে জানাব কিভাবে জানবেন আপনার কম্পিউটারে USB2.0 আছে কিনা ?
এই বিষয়টি অনেকেই জানেন কিন্ত আমি আজ জেনেছি তাই Share করলাম। আমার মতো কেউ যদি থাকে...  
ওপেন ডিভাইস ম্যানেজার (Device Manager)  এবং Universal Serial Bus সেকশনের এর (+) চিহ্নে ক্লিক করুন। চিত্রের ন্যায় একটি Enhanced USB host controller থাকলে বুঝতে পারবেন আপনার কম্পিউটারে USB2.0 আছে। তবে Windows 98 –USB2.0 ভিন্নভাবে থাকতে পারে নির্মাতা প্রতিষ্ঠানের  ভিন্নতার কারনে।  
 কিভাবে জানবেন আপনার কম্পিউটারে   USB2.0 আছে কিনা ? | Techtunes কিভাবে জানবেন আপনার কম্পিউটারে   USB2.0 আছে কিনা ? | Techtunes  কিভাবে জানবেন আপনার কম্পিউটারে   USB2.0 আছে কিনা ? | Techtunes  কিভাবে জানবেন আপনার কম্পিউটারে   USB2.0 আছে কিনা ? | Techtunes  
জেনে রাখুন USB2.0 এর গতি  ৪৮০ Mbps যা USB1.1 এর তুলনায় ৪০ গুন বেশি।
কমেন্ট করতে ভুলবেন না।
»» read more

জুমলা শিখুন খুব সহজে (প্রথম

logo জুমলা শিখুন খুব সহজে !!! ( পর্ব   ১ ) | Techtunes1.6
জুমলা নিয়ে জিবনের প্রথম লেখা শুরু । এই লেখাতে অন্তত কয়েকটা কমেন্ট পেলে খুব খুব খুশি হব ।
জুমলা কি ?

  • এটা ওয়ার্ডপ্রেসের মতই একটি সফটওয়ার বলা যাই ।
  • জুমলা আমার কাছে কঠিনই মনে হয় ।
  • তবে সুন্দর সাইট তৈরি করতে অবশ্যই জুমলা প্রয়োজন ।
  • জুমলা ইনস্টলের পূর্বে কাজ ?
  • এটাতে এটা ডাটাবেজ লাগবে ।
  • ডোমেইন , হোস্টিং তো মাস্ট ।
  • মাইস্কুল পাসওয়ার্ড ।
  • এটাতে মূলত সাতটা step আছে ।
  • সবার আগে joomla.net থেকে joomla ডাউনলোড দিন ।   
  •  
  •  
  •  
  •  
  •  
  • তারপর এটাকে অনজিপ করে রেখে দিন ।
  • জুমলা দিয়ে অনেক কিছুই করা যাই । তবে আমার ভাল লাগে wordpress । joomla দিয়ে যা হয় তা কখনই wordpress দিয়ে সম্ভব না ।


    ****************************************


    »» read more

    ফ্রি টেমপ্লেট ডাউনলোড করুন।

     বিসমিল্লাহির রহমানির রহিম।
    আশা করি সবাই ভাল আছেন। এবার আপনাদের কিছু ফ্রি টেমেপ্লট ডাউনলোড করার বিষয় জানাব।
    হ্যাঁ ঠিক তাই এবার দিচ্ছি ভাল মানের কিছু ফ্রি টেমপ্রেট প্রাপ্তির সাইটের সন্ধান। রিসোর্সগুলো দেখেই মনে পড়ল আপনাদের কথা, তাই শেয়ার করলাম। Dream weaver Templates থেকে শুরু করে joomla, Html, Css, Wordpress সহ প্রায় সকল ধরনের টেমপ্লেট পাবেন এ সাইটগুলোতে, যার মধ্য থেকে খুব সহজেই বেছে নিতে পারবেন আপনার জন্য উপযোগী টেমপ্লেট আর পাবেন সম্পূর্ন ফ্রিতে....
    নিচের লিংগুলো থেকে দেখে পছন্দ মত ডাউনলোড করে নিন।



    http://www.templatemo.com/page/1

    http://www.bestfreetemplates.info/
    http://www.templateyes.com/
    http://freelayouts.com/websites/html-templates/CSS
    http://www.free-css.com/free-css-templates/page1.php
    http://www.csstemplatesforfree.com/csstemplates.aspx
    http://www.freewebtemplates.com/templates/xhtml-css
    http://www.freecsstemplates.org/
    লিংটি দেখতে সমস্যা হলে
    Skip Ad 


    এই বাটনে ক্লিক করবেন।
    »» read more

    কি-বোর্ডে টাইপ করার গতি বাড়ান

    এবার জানাবো কি-বোর্ডে টাইপ করার গতি বাড়ানোর পদ্ধতি। কম্পিউটারে দ্রুত টাইপ করার জন্য কি-বোর্ডের রিপিট রেট বাড়িয়ে নিতে হয়।এবার আপনি আপনার কম্পিউটারের Stat বাটনে গিয়ে কি-বোর্ডের রিপিট রেট বাড়াতে কন্ট্রোল প্যানেলে যান।

    এবার Keyboard-এ দুই ক্লিক করুন। এরপর Keyboard Properties ডায়ালগ বক্সের Repeat Rate বারটিকে টেনে Fast করে, Apply\Ok করতে হবে। দেখবেন আপনার কি -বোর্ডের টাইপের গতি অনেক বেড়ে গেছে।
    »» read more

    কথা রেকর্ডিংয়ে মোবাইল কল রেকর্ডার

    অনেকে সেলফোনে কথোপকথন রেকর্ড করতে চান। তবে সব সেটে রেকর্ডিং সুবিধা থাকে না। আবার থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। এজন্য মোবাইল কল রেকর্ডার দারুণ একটি সফটওয়্যার। সফটওয়্যারটির মাধ্যমে সেলফোনে কথা বলার সময় কলার এবং রিসিপিয়েন্ট এন্ডে উভয়ের কথা একই সঙ্গে রেকর্ড করা যায়। এছাড়া সফটওয়্যারটির মাধ্যমে যে কোনো একজনের কথাও রেকর্ড করা সম্ভব। এটি সেলফোনে ইনস্টল করা থাকলে কথা বলার অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ভয়েস রেকর্ড হতে থাকে। কেউ কল করলে স্বয়ংক্রিয়ভাবে কল রিসিভ এবং কলারকে কল রিসিভে অপারগতা বার্তা পেঁৗছে দেওয়া সম্ভব। কত সময় পর্যন্ত ভয়েস রেকর্ড হবে তা নির্ভর করে সেটের মেমোরির ওপরে। কথা শেষে ফোনের মেন্যু বাটন কিছু সময় চাপ দিয়ে ধরে রেখে রেকর্ডকৃত ভয়েস শোনা যায়। এটি নকিয়া ৬৬০০, ৬৬৩০, ৬৬৮০, ৭৬১০, এন ৭০, এন ৯০ সহ নকিয়ার মাল্টিমিডিয়া সেটে কাজ করে। http://bit.ly/hP1IHz ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাবে।
    »» read more

    সেরা অ্যাপ্লিকেশন অ্যাংরি বার্ড


     
     
    undefined
    লন্ডনে অনুষ্ঠিত 'বেস্ট অ্যাপি অ্যাওয়ার্ড ২০১০' নাইটে
    বছরের সেরা অ্যাপ্লিকেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডস। পাশাপাশি রাভিও নামক প্রতিষ্ঠানের ডেভেলপ করা গেমটি সেরা গেম হিসেবেও পুরস্কার জিতেছে। গত সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বেস্ট অ্যাপি [অ্যাপ্লিকেশন] অ্যাওয়ার্ড ২০১০' শীর্ষক অনুষ্ঠানে বছরের সেরা ১০ অ্যাপ্লিকেশনের নাম ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের ভোটে জনপ্রিয়তার শীর্ষে থাকা বহুল ব্যবহৃত ৫০টি অ্যাপিল্গকেশনকে ১০টি শ্রেণীতে মনোনয়ন দেওয়া হয়। এরপর বিচারকদের রায়ে চূড়ান্তভাবে ১০টি ভিন্ন ক্যাটাগরিতে ১০টি অ্যাপসকে পুরস্কার দেওয়ার পাশাপাশি একটি অ্যাপ্লিকেশন বছরের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক জিতেছে সময় ব্যয় ক্যাটাগরিতে সেরা পুরস্কার। ভিওআইপি কলিং অ্যাপিল্গকেশন স্কাইপে অর্জন করেছে বেস্ট মানি সেভিং পুরস্কার। তালিকার অন্য পুরস্কারগুলো পায় যথাক্রমে বেস্ট ফ্যাশন বিভাগে ই-বে ফ্যাশন, লাইফস্টাইল বিভাগে অ্যামাজন, মিউজিকে স্পোটিফাই, ফটোগ্রাফিতে, অ্যাডবি ফটোশপ, স্পোর্টসে স্কাই স্পোর্টস নিউজ, টাইম সেভিংয়ে গুগল ম্যাপস এবং ট্রাভেলার হিসেবে ট্রিপ অ্যাডভাইজর। পুরস্কার জয়ের পর অ্যাংরি বার্ডসের ডেভলপার একে বিস্ময়কর অভিহিত করে বলেন, যে কোনো পর্যায়ে পুরস্কার পাওয়াটা সত্যিই আনন্দের। বর্তমান বিশ্বে অ্যাপস বাণিজ্যে প্রতিদিনই প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বিগত ১৮ মাসে শুধু অ্যাপলের অ্যাপস্টোর থেকে ১০ বিলিয়ন অ্যাপিল্গকেশন ডাউনলোড করা হয়েছে।
    »» read more

    ইন্টারনেটে বাংলা কিবোডের ব্যাহার

    আজ আপনাদের জানাবো ইন্টানেটে বাংলা কিবোড ব্যবহার।  আপনারা অনেকেই বিভিন্ন ওয়েব সাইটে গিয়ে সময় বাংলা লেখার প্রয়োজন হয়ে পড়ে। তখন আর কিছুই করার থাকে না। তাই আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করুন।


    »» read more

    চালু হল প্রাইমারী এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো নিয়ে ই-বুক ওয়েবসাইট

    সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আগের মতই  ভাল আছি। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল বই থকবে না তা কি হয়? আর এই ব্যপারে এক অসাধারন উদ্যোগ গ্রহন করা হয়েছে। চালু  করা হল প্রাইমারী এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো নিয়ে ই-বুক ওয়েব সাইট। যেখানে প্রাইমারী এবং সেকেন্ডারী লেভেলের বইগুলো আর্কাইভ আকারে থাকবে এবং ছাত্র-ছাত্রীরা সেখান থেকে ফ্রী ডাউনলোড করে নিতে পারবে এবং পড়তে পারবে।
    ওয়েব সাইটটিতে সর্বমোট ১০৬ টা বই ই-বুক আকারে পাওয়া যাবে। ১ম শ্রেনী থেকে দশম শ্রেনীর বই  গুলো ই-বুক আকারে পাওয়া যাবে। বই গুলোর মধ্যে ৩৩ টা প্রাইমারী লেভেলের এবং ৭৩ টা সেকেন্ডারী লেভেলের। ওয়েব সাইট টির পরিকল্পনা ও সহায়তায় রয়েছে : একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয় । ওয়েব সাইট টির ঠিকানা http://www.ebook.gov.bd
    সবাই ভাল থাকবেন। সবাই দোয়া করবেন আমি যেন  ভাল থাকতে পারি।
    »» read more

    সার্চ জায়ান্ট গুগল প্রকাশ করল তাদের ডাটা সেন্টারের গোপন ভিডিও

    গুগল সাম্প্রতিক একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে যেখানে তাদের একটি ডাটা সেন্টারের বোমাঞ্চকর ও অতি গোপনীয় কয়েকটি স্থানের দৃশ্য অবলোকন করা হয়েছে। সাধারণত ডাটা সংকান্ত বিষয়াদি খুবই গোপনীয়তার সাথে গুগল রক্ষা করে থাকে। তবে এই প্রথম গুগল তাদের নিরাপত্তা বিষয়ক কোন একটি দৃষ্টান্ত জন সাধারণের কাছে তুলে ধরল। ভিডিওচিত্রটিতে দেখানো হয়েছে ডাটা সেন্টারে রক্ষিত ডাটাগুলো কত নিরাপদে সংরক্ষিত হয়ে থাকে।
    ps_logo2৭ মিনিটের এই ভিডিওচিত্রের মূল উদ্দেশ্যই হল তাদের সিকিউরিটি, প্রোটেকশন ও সার্ভারের বিশ্বাসযোগ্যতাকে সকলের কাছে আরোও একবার প্রমাণ করা। গুগল মূলত তাদের এন্টারপ্রাইজ কাস্টমারদেরদের মধ্যে আরো বেশি বিশ্বাসের সঞ্চার করতে ভিডিওচিত্রটি তৈরী করেছে। গুগল তাদের নিজস্ব কাস্টম সার্ভার টেকনলজী তৈরী করেছে এবং ডাটা সেন্টারগুলোর জন্য লিনাক্স ওএস ব্যবহার করে চলেছে কারণ তাদের কাছে এটাই সবচাইতে নিরাপদ।
    ভিডিওটিতে ডাটা সেন্টারের বিভিন্ন স্থানের নিরাপত্তা বেষ্টনী স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। ডাটা সেন্টারের প্রতিটি সেক্টরের নিরাপত্তা ও আনুষাঙ্গিক বিষয়গুলো ভিডিওতে প্রতীয়মান হয়েছে। ডাটা প্রসেসিং থেকে শুরু করে সেগুলো কিভাবে রক্ষা করা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো ভিডিওতে উঠে এসেছে। ভিডিওতে দেখা যায় গুগল তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক সব সরঞ্জাম ব্যবহার করেছে এবং অননুমোদিত কাউকে তাদের এরিয়ার ভেতর প্রবেশ করতে দেওয়া হয় না। ফেস রিকোগনাইজেশনের মত আরো অনেক প্রযুক্তি ডাটা সেন্টারে ব্যবহৃত হচ্ছে। ভিডিওতে “the crusher” এবং “the shredder”  নামক দুইটি যন্ত্রের ব্যবহার দেখা যায় যেটা পুরাতন হার্ডড্রাইভগুলোকে চিরতরে নষ্ট করে দেয় যাতে কেউ তাদের কাস্টমারদের তথ্য একসেস করতে না পারে।
    আপনার উপভোগের জন্য ভিডিওচিত্রটি যুক্ত করে দিলাম-
    সার্চ জায়ান্ট গুগলের মর্যাদাকে নিশ্চিতভাবে আরো কয়েকগুণ বাড়িয়ে দেবে এই ভিডিওটি। অনেকেরই ধারণা তাই। অন্তত আপনার মত কী?
    »» read more
    †MËlk xhxWI Ìmtwxkv IËtgowBU BDxUDg GLd xgËmðk x§Zyt gÙp£i owPê Bx™d„ jxbI Gk gto iw¢ Qt gQk„ 2005 owËl mwb pwËlê, xýUh ÌPd I RwËhb Kxki dwËi Ìeewl-Gk eÞai xbËK xZd Kiêyk pwËZ ÑZxk pt BDxUDg„ eÞxZÅwk ek GB ÌewUêwlxUk oºwgdw A^wP KkËZ ÌeËk 2006 owËl †Ml 1.65 xgxltd WlwËk xKËd Ìdt BDxUDg owBUxU„ gZêiwËd ogËPËt Ìgxm gøgpwkKwky owPê KËk og ZËaøk Rdø †Ml Awk xhxWI owËPêk Rdø BDxUDg„ GB owPê Bx™Ëd owPê pt ÌKgl xhxWI fwBl„ gZêiwd oiËt xhxWI RdxeÞtZwk KwkËY x§Zyt gÙp£i owPê Bx™Ëd exkYZ pËtËQ BDxUDg„ Gk fËl owPê RwtwëU †MlB GLd owËPêk bÖxdtwk GK I BDxUDg bÖB d¹k þÿwd bLl KËk xdËtËQ„
    »» read more

    কয়েক সেকেন্ডেই সেলফোন চার্জ!



     
    দ্রুত সেলফোনে চার্জ দিতে নতুন প্রযুক্তি আবিষ্ককারের ঘোষণা দিয়েছেন গবেষকরা। ইলিনয়স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তারা ন্যানো স্ট্র্যাকচার নামে বিশেষ প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা কয়েক সেকেন্ডে সেলফোন এবং কয়েক মিনিটেই ল্যাপটপ চার্জ করতে সক্ষম। এটি উচ্চক্ষমতা সম্পন্ন লেজারও কয়েক মুহূর্তে চার্জ করতে পারবে। গবেষকরা বলছেন, ইলেকট্রনিক পণ্য ও ব্যাটারি অনেক শক্তি সঞ্চয় করতে পারে। সময় বাঁচাতে এগুলো দ্রুত চার্জ করার প্রয়োজন হয়। কিন্তু প্রচলিত চার্জিং পদ্ধতিতে দ্রুত চার্জ করা যায় না। বৈদ্যুতিক গাড়ি, মেডিকেল ডিভাইস, লেজার ও সামরিক বাহিনীর বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দ্রুত চার্জ খুবই প্রয়োজন। এক্ষেত্রে ন্যানো স্ট্র্যাকচার কার্যকর ভূমিকা রাখবে। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ব্রাউন এবং গবেষণা দলের প্রধান জানান, বেশিরভাগ ক্যাপাসিটর খুব কম শক্তি সঞ্চয় করে। এগুলো দ্রুত চার্জ সরবরাহ করতে পারে না। আর এই ধারণা বদলে দেবে ন্যানো স্ট্র্যাকচার। ন্যানো স্ট্র্যাকচারের ফলে অতি দ্রুত ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারিগুলো শক্তি সঞ্চয় করে রাখতে সক্ষম হবে।
    কমেন্ট করতে ভুলবেন না।
    »» read more

    বিনোদন বিষয়ক সাইট দেখুন

    বাস্তবে দেখা জল প্রতিফলন।

    Check Page Rank of your Web site pages instantly:

    This page rank checking tool is powered by Page Rank Checker service

    বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

    • .
     
    Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA