দ্বিতীয় পাতা

 টাকা ইনকাম করুন ডাটা এন্ট্রি কাজ করুন
আমি মুলত ওডেস্কে কাজ করি। আমার কাছে অনেকে ডাটা এন্ট্রির কাজ চায়, বাট আমি ডাটা এন্ট্রির কাজ করি না আমি মুলত ওডেস্কে সেলস এন্ড মাকির্টিং এর কাজ করি। আর কাউকে ডাটা এন্ট্রির কাজ করতে বলি না কারন ডাটা এন্ট্রির কাজের রেট খুবই কম। তবে নতুন হিসাবে অনেকে নেট বিল উঠানোর জন্য প্রথমে ডাটা এন্ট্রির কাজ করতে চায়। সেই কারনে মাইক্রোওয়ার্কারস নিয়ে লিখলাম। মাইক্রোওয়ার্কারস হচ্ছে অনলাইনে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জনপ্রিয় একটি সাইট। মাইক্রো জব সাইটে কাজ করতে প্রথম প্রথম ঝামেলা মনে হতে পারে। কিছুদিন কাজ করার পরই কেবল মজা বুঝা যাবে। যত দিন যাবে তত আপনার ইনকাম বাড়বে কারণ দিন দিন আপনি কাজের ধরণ বুঝতে পারবেন। মাইক্রো জব সাইটে কাজ করতে হলে খুব বেশী কিছু জানার দরকার নেই। ইন্টারনেট সম্পর্কে Basic জ্ঞান থাকলেই চলবে যেমন- কিভাবে বিভন্ন সাইটে Registration করতে হয়, কি ভাবে ভোট দিতে হয়, কি ভাবে বায্ আপ করতে হয়, কি ভাবে বিভিন্ন বুকমর্কিং সাইটে লিংক দিতে হয়, কি ভাবে ফোরাম পেষ্টিং করতে হয়, কি ভাবে Twitting করতে হয়, কি ভাবে ফেসবুকে wall posting, Like করতে হয় ইত্যাদি। সাইটটিতে মাইক্রোওয়ার্কারস বোনাস ১ ডলার যখন ২৫ ডলার ইনকাম করতে পরবেন তখন ওই বোনস ১ ডলার আপনার একাউন্টে জমা হবে। প্রতিটি কাজের জন্য ১০ সেন্ট থেকে সর্বচ্চো ২ ডলার দিয়ে থাকে। তবে প্রথম অবস্থায় সহজ কাজ ১০ সেন্ট দিয়েই শুরু করা উচিৎ। আমি সর্বচ্চো 10 cent -3 $ পর্যন্ত কাজ করতে পারি। প্রতিটি কাজ করার আগে Employer কি বলছে মানে আপনি যে কাজটি করেছেন তার প্রমাণ সরুপ Employer কি চাচ্ছে তা মনোযোগ সহকারে পড়তে হবে। তার পর যদি মনে হয় আপনি কাজটি করতে পরবেন তাহলে কাজটি Employer যে ভাবে করতে বলেছ ঠিক সেই ভাবে করে I accept this job এ ক্লিক করে সেখানে Employer যে প্রমাণ চেয়েছে যেমন- দেশ,নাম, ইমেইল, IP address, ইত্যাদির বিবরণ দিয়ে Submit এ ক্লিক করে কাজটি জমা দিন। কজটি জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার Account এ টাকা জমা হবে না। আপনার জমাকৃত কাজটি Employer ৭ দিনের মধ্যে দেখবে। দেখে যদি মনে করে কাজটি ঠিক মত করতে পেরেছেন তাহলে Satisfied করবে তখন আপনার একাউন্টে টাকা জমা হবে।আর না হলে Not satisfied করবে। যে কাজটি করতে পরবেন কেবল সেই কজটি Accept করবেন তা না হলে আপনার Success রেট যদি ৭৫% এর নিচে নামে তহলে ১ মাসের জন্য আর কোন কাজ জমা দিতে পরবেন না। তাই কাজ জমা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। কোন কারণে যদি Employer ৭ দিনের মধ্যে আপনার কাজের রেট না দেয় তাহলে ১৫ দিন পর Automatic ভাবে আপনার একাউন্টে উক্ত কাজের টাকা জমা হয়ে যাবে আপনার কাজটি হোক বা না হোক। আবার কোন কাজ ঠিক মত করার পরও যদি Employer not satisfied দেয় আর আপনি যদি Sure থাকেন যে কাজটি আপনি ঠিকভাবে করেছন তাহলে তার নামে রিপোর্ট করা যাবে। তবে সধারণত এরকম হয় না কারণ কোন Employer চায় না তার নামে রিপোর্ট আসুক।আপনার একাউন্টে যখন ১০ ডলার জমা হবে তখন Withdraw করতে পারবেন এলার্ট পে, মানি বুকার্স এবং পেপাল একাউন্টে।
প্রথম বার Withdraw করার পর আপনার বসা বা অফিসের ঠিকানায় ৩০ দিন পর একটা পিন নাম্বার আসবে। তারপর পিন নাম্বারটি সাবিমট করলেই ৭ দিনের মধ্যে আপনার একাউন্টে ডলার চলে যাবে।পিন নাম্বার শুধু প্রথমবারই প্রয়োজন হবে পরবর্তিতে আর প্রয়োজন হবে না। পিন নাম্বার পাওয়া পর্যন্তই যত ঝামেলা পরে আর কোন ঝামেলা নেই শুধু কাজ করবেন আর আপনার একাউন্টে ডলার পাঠাবেন।
মাইক্রো জব সাইটে কাজ করতে হলে যা যা লাগবে।
0. প্রথম একাউন্ট করুন এখান থেকে
১. ইন্টাননেট সমন্ধে Basic ধারণা তো লাগবেই উপরে যা আলোচনা হয়েছে।
২. বেশ কয়েকটি ইয়াহু এবং জিমেইল আইডি লাগবে।
৩. ১০০ Friends সহ ২/৩ টি Face book একাউন্ট থকলে বেশী কাজ করা যাবে।
৪. ২০০ Followers সহ কমপক্ষে ২ টি Twitter একাউন্ট থাকতে হবে।
৫. বেশ কয়েকটি বুকমার্কিং সাইটে Registration করা থকতে হবে।
৬. বিভিন্ন ফোরামে Registration করা থাকতে হবে।
৭. নিজের একটি ব্লগ বা সাইট থাকলে বেশি কাজ করা যাবে। অবশ্যই পেইজ রেংক ৩ হলে ভাল।
এখানে অনেক ধরনের কাজ পাবেন আপনি । যেমনঃ
১. সাইন আপ
২. ক্লিক এবং সার্স
৩. বুকমার্ক
৪. ইউটিউব
৫. ফেসবুক
৬. টুইটার
৭. ভোট এবং রেটিং
৮. ইয়াহো
৯. ফোরাম
১০. ডাউনলোড এবং ইন্সটল
১১. ব্লগে কমেন্ট
১২. আর্টিকেল লেখা ইত্যাদি ইত্যাদি
আরও অনেক কাজ । যার জন্য আপনাকে প্রদান করা হবে 0.8 – 4 $ । অর্থাৎ এক এক কাজের জন্য এক এক রকম পে করা হবে ।
১. সাইন আপ ঃ এখানে ১ টা লিঙ্ক দিয়ে বলবে যে অই সাইটে ১টা একাউন্ট করুন । তার পর প্রমান হিসেবে আপনার কাছে ইমেইল আইডি , কনফার্ম্মেশন ইমেইল ইত্যাদি চাইতে পারে এগুলো আপনি
এই ছবির ২য় অংশে ক্লিক করলে একটা বস্ক অপেন হবে অই খানে সাবমিট করবেন ( সব কাজের ক্ষেত্রে একই রকম ) । সাবমিট করতে পারলেই এই কাজটা শেষ ।
২. ক্লিক এবং সার্স : এখানে কোনো শব্দ দিবে যা দিয়ে google এ সার্স করে কোনো নির্দিষ্ট সাইটে যেতে হবে কাজে বর্ননা অনুযায়ি ।
৩. বুকমার্ক : এটা হলো কোনো সাইটে বুকমার্ক করতে বলা হবে ক্লায়েন্ট এর দেয়া লিংকটি কে ।
৪. ইউটিউব :এখানে কোনো ভিডিও দেখে comment করতে হবে আর ভোট দিয়ে হবে ।
৫. ফেসবুক : এখানে ক্লায়েন্ট এর দেয়া লিংকটিকে like করতে হবে ।
৬. টুইটার : এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংকে ফলো করতে হবে ।
৭. ভোট এবং রেটিং : এখানে কোনো কিছুর উপর ভোট বা রেটিং দিতে হবে ।
৮. ইয়াহো : এখানে ইয়াহোর উত্তর দিয়ে দিতে হয়ে কোনো লিংককে এড করে ।
৯. ফোরাম : এটাও কোনো লিংককে এড করে কনো ফোরামে পোষ্ট করতে হয় ।
১০. ডাউনলোড এবং ইন্সটল ঃ এখানে ক্লায়েন্ট এর দেয়া কোনো লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হয় অথবা কোনো কোড থাক্লে তা দিতে হয় ।
১১. ব্লগে কমেন্ট: এইটা ফোরামের মত
১২. আর্টিকেল :এটা কোনো একটা বিষয়ের উপর নির্দিষ্ট word এর আর্টিকেল লিখতে হয় । আমার এখানে যে ইংরেজি লেখা আছে। সেগুলো মাইক্রোওয়ার্কারস আটিকেল এর কাজ। এর জন্য আমি পেমেন্টে পেয়েছি।
পরিশেষে বলতে চাই যে অনলাইন থেকে আয় করতে হলে আপনাকে ইংরেজিতে ভাল দক্ষ হতে হবে এবং আপনার অব্যশই ভাল পেইজ রেংকএর ওয়েব সাইট থাকলে আপনি সহজেই ভালো ইনকাম করতে পারবেন।
সামনে ওডেস্কে নিয়ে লিখবো।                                                          
                                                                                              প্রথম প্রকাশিত হয় www.rubelbd.com
»» read more

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA