আপনার চোখের যত্নের দায়িত্ব এখন আপনার কম্পিউটারের!


undefined


আমার জানা মতে আমার মতো অনেক মানুষ আছে যারা তাদের সারা দিনের অধিকাংশ সময়টাই ব্যয় করেন কম্পিউটারকে নিয়ে। আবার অনেকে কাজ থাকা সর্তেও কম্পিউটারের সামনে বসতে চান না। তার প্রধান কারণ হলো চোখের সমস্যা হওয়ার ভয়ে। চোখের সমস্যার অনেক কারনের মধ্যে আন্যতম একটি প্রধান কারন হলো কম্পিউটারের মনিটর। তার কারণ হলো মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য ক্ষতিকারক। তাছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তার পর চোখ ব্যাথা ও পানি পড়া শুরু করে। যদি কেমন হয় যে আপনার চোখের খেয়াল যদি কম্পিউটার রাখে? তাহলে তো খুবই ভালো আর নিরাপদ হয়। তাই না আর এ জন্যই এখন আপনাদেরকে আমি এই সফটওয়্যারটা শেয়ার করছি। এই সফটওয়্যারটির নাম হলো F.lux । সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট।

স্ক্রীনশটঃ

এই সফটওয়্যারটির সব চেয়ে দৃষ্টিনন্দন বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এই কাজটা এই সফটওয়্যারটি সংয়কৃতভাবে করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে।

ডাউনলোডঃ


আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।
»» read more

সন্দুরবনকে ভোট প্রদান করার পদ্ধিতি

ই-মেইল এর মাধ্যমে সন্দুরবনকে ভোট প্রদান করার পদ্ধিতিÑ

ভোট প্রদান করার জন্য আপনার অবশই একটি ই-মেইল আই.ডি থাকতে হবে।
প্রথেম আপনার ইন্টারনেট সংযোগটি কানেক্ট করুন
এরপর এই লিংকে www.new7wonders.com ক্লিক করুন।
এরপর অফিসিয়াল সাইট আসবে
এরপরে নিচের লগটিতে ক্লিক করুন
 

এরপর ২৮টি স্থানসহ একটি সাইট দেখা যাবে
এরপর আপনার পছন্দ মত ০৭ টি ওয়ান্ডার অফ নেচার বাছাই করে চেক বক্সে টিক দিন এর মধ্যে সুন্দরবনসহ নিচের দিকে আরো ০৬টিকে সিলেক্ট করুন।
এরপর এ লেখাটিতে continue to step 2 ক্লিক করুন
এরপর রেজিষ্ট্রেশন ফরম আসবে 
 

Step - Register

These are your candidates, please register below to submit your vote.
Important: Your vote will only be counted after you have successfully confirmed your registration!

Amazon
El Yunque
Great Barrier Reef
Jeju Island
Maldives
Masurian Lake District
Sundarbans
Already a Vote7 member? Login here
 
Spaces are allowed; punctuation is not allowed except for periods, hyphens, and underscores.
 
A valid e-mail address. All e-mails from the system will be sent to this address. The e-mail address is not made public and will only be used if you wish to receive a new password or wish to receive certain news or notifications by e-mail.
 
Please re-type your e-mail address to confirm it is accurate.
Password strength: Medium
                         এখানে পাসওয়ার্ড দিন 
Passwords match: Yes
                                   একই পাসওয়ার্ড দিন   
The password does not include enough variation to be secure. Try:
  • Adding both upper and lowercase letters.
  • Adding punctuation.
Please choose a password for your account; it must be no more than 30 characters.

First (given) name:     
 

 
 
       
 
এখানে টিক দিন
Yes! I wish to receive information updates from New7Wonders and Vote7.
এখানে টিক দিন
I agree to the Terms and Conditions of Vote7.

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
এই ঘরে ইমেজ কোটটি দিন
Enter the characters shown in the image.
 এরপর রেজিষ্টার বাটনে ক্লিক করুন।

আপনার ই-মেইল একটি ইমেইল লিংক যাবে ইমেইলটি চেক করুন এবং কনফার্ম করুন।
যেমন-

Dear Md. Edrish Ali,

STEP 4: CONFIRM YOUR VOTE NOW
This e-mail is part of the voting process.
In order for your vote for the Official New7Wonders of Nature to be counted, you need confirm it by clicking on the following link:
http://www.new7wonders.com/community/en/user/verify/2281743/1302941413/ae19edb54aef2e478abab1309da2a4fe
If you cannot click on the link, copy and paste it into your browser.
Remember: you must confirm your vote otherwise it will not be counted.

WELCOME TO VOTE7!
Once you have completed Step 4 and confirmed your vote you will also be part of the global Vote7 community - welcome!
Vote7 is the new worldwide voting and participation platform from New7Wonders.
On Vote7 you can:
- vote for other campaigns,
- suggest new entries for other voting campaigns,
- start your own voting campaign!

Please note: If you are a child, you must have your parent's or legal guardian's permission before giving out your e-mail address or any personal information to New7Wonders, Vote7 or to anyone else on the Internet.

এরপর ই-মেল লিংকটিতে ক্লিক করলে আপনার ভোট প্রাদান সম্পন্ন হওয়ার মেসেজ দেখাবে|
একটি ই-মেল দ্বারা একের অধিক ভোট প্রদান করা যাবে না।
ভোট প্রদানের শেষ সময় : আগামী ১০ নভেম্বর ২০১১, মধ্যরাত পর্যন্ত।
»» read more

লিং শেয়ার করে টাকা আয় পর্বঃ ১

লিং শেয়ার করে টাকা আয় পর্বঃ ১




বিসমিল্লাহির রহমানীর রাহীম

undefined
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ইন্টারনেটে টাকা আয়ের সবচেয়ে সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। এই পদ্ধতিটা যেমন সবচেয়ে সহজ ঠিক তেমনি সবচেয়েও জনপ্রিয়ও। যারা মূলত ব্লগইন করে থাকেন তাদের জন্য এটা খুবই কাজের। কেননা একজন ব্লগার প্রায়ই তার ফাইলগুলোর লিং অন্যের কাছে শেয়ার করে। যদি তার ফাইলগুলো দ্বারা তার একটু আয় হয় তাহলে তার জন্য এটা খুবই লাভজনক। একদিকে সে যেমন টাকা আয় করছে আবার অন্য দিকে সে তার ফাইলগুলো অন্যের কাছে শেয়ার করতে পারছে। যাকে বলা যায় ১ ঢিলে দুই পাখি। আমি এখন যে পদ্ধতি সম্পর্কে আপনাদের আলোচনা করবো সেটা মূলত লিং শেয়ার করে টাকা আয় করা। এ ধরণের ইন্টারনেটে প্রায় অনেক ওয়েব সাইট আছে। কিন্তু তাদের মধ্যে বিশ্বাস যোগ্য এবং জনপ্রিয় ওয়েব সাইট হলো এড ফ্লাই [Ad Fly]। ইন্টারনেটে প্রায় অনেক ব্লগারই এড ফ্লাই দ্বারা অনেক অর্থ উপার্জন করছে। অন্যের কথা বাদ দিন। আমার নিজের কথাই বলছি। আমি নিজেই এড ফ্লাই দিয়ে টাকা আয় করছি এবং পেমেন্টও পেয়েছি। এবার আসুন ওয়েব সাইটটি আপনাকে যে কারণে টাকা পে করবে সে সম্পর্কে আপনাদের আলোকপাত করি।


আয়ের ধারণাঃ
মুলত এড ফ্লাইতে আপনার লিং গুলো জেনেরেট করে লিং গুলো কোন ব্লগে প্রকাশ করলে যদি ঐ লিং এ ক্লীক করে কোন ভিজিটর ডাউনলোড করে তাহলেই আপনার আয় হবে। এড ফ্লাই তে আয়ের মুলত কোন ধারণা নেই। এটার আয়ের সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যত বেশি লিং শেয়ার করবেন তত বেশিই আপনার আয় বৃদ্ধি পাবে। এটা নিয়ে ইনসাআল্লাহ ২য় পর্বে আলোচনা করা হবে। এড ফ্লাই এ মূলত ১০০০ জন যদি আপনার লিং থেকে ডাউনলোড করে তাহলে আপনি পেমেন্ট পাবেন $৪ ডলার। আর টাকা তুলতে আপনার একাউন্টে সর্বনিম্ন $৫ ডলার থাকতে হবে। টাকা তুলতে পারবেন এলার্টপে এবং পেপালের মাধ্যমে।

রেজিষ্টেশনঃ
১. প্রথমে এখানে ক্লীক করে এড ফ্লাই এর হোম পেজে যান।

২. এবার Join Now বাটনে ক্লীক করুন।

undefined

৩. ফলে একটা ফরম আসবে। ফরমটি পূরণ করুন। প্রয়োজনে নিচের ছবি দেখে সাহায্যে নিতে পারেন।



[মনে রাখবেনঃ Account Type: এ Link Shrinker: Create Shortend URL and Earn Money সিলেক্ট করে দিতে হবে। সাধারণত এটা সিলেক্ট করাই থাকে। যদি অটোমেটিক সিলেক্ট না করা থাকে তাহলে সিলেক্ট করে দিন। প্রয়োজনে নিচের ছবিটি দেখুন।]

undefined

৪. ক্যাপচা পূরণ করে Join Now বাটনে ক্লীক করুন।
ফলে আপনার মেইলে কনফরমেশন লিং এবং কোড লিং চলে যাবে।

undefined

৫. কোডটি কপি করুন এবং কনফরমেশন লিংটিতে ক্লীক করুন। 


৬. সবশেষে কোডটি পেষ্ট করে সাবমিট বাটনে ক্লীক করুন। 


ব্যাস কাজ শেষ এবার আপনার ইমেইল এবং পাশওয়ার্ড দিয়ে লগইন করুন। 

undefined

আগামী পর্বে ইনসাআল্লাহ যেসব বিষয়ে আলোচনা করা হবেঃ
১. পেমেন্ট
২. একাউন্ট সেটিংস
এবং
৩. লিং ব্যবহারের নিয়ম


আশা করি আপনাদের কাজে লাগবে..... আপনারা চেষ্টা করলে ইনসাআল্লাহ সাফলতা অর্জন করতে পারবেন। শুধু দরকার একটু ধর্য্য।
ধন্যবাদ.......
»» read more

লিং শেয়ার করে টাকা আয়ঃ শেষ পর্ব

বিসমিল্লাহির রহমানীর রাহীম




আশা করি সবাই ভালো আছেন। লিং শেয়ার করে টাকা আয়ের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আমি এই ধারাবিহিক পর্বে বিস্তারিত ভাবে আলোচনা করেছি কীভাবে লিং শেয়ার করে টাকা আয় করা যায়। আপনারা জানেন এইটা ২ পর্বের একটা পোষ্ট। এটা হলো এই ধারাবাহিক পর্বের শেষ পর্ব। ইনসাআল্লাহ এই পর্বেও আমি আপনাদের আরো অনেক তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করবো। আপনারা যদি এর প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে এখানে ক্লীক করে একবার দেখে নিতে পারেন। তাহলে আসুন মহান আল্লাহর নামে কাজের কথায় আসি।


আজকের পর্বে আমি আলোচনা করবো:
ক. লিং ব্যবহারের নিয়ম
খ. রিপোর্ট
গ. ব্যালেন্স
ঘ. আপডেট খবর
ঙ. একাউন্ট সেটাংস
চ. পেমেন্ট
ছ. সত্যতা


ক. লিং ব্যবহারের নিয়ম:
১. প্রথমে আপনার এডফ্লাই এর লগইন করুন।
২. আপনি একটি বক্স দেখতে পাবেন।
৩. এখন আপনার যে লিংটি আছে সেটি ঐ বক্সে পেষ্ট করে দিন। তারপর Shrink বাটনে ক্লীক করুন।


৪. ফলে আপনার লিংটি জেনারেট হয়ে যাবে। এবার ঐ লিংটি আপনার ব্লগ বা যে কোন ওয়েবসাইটে শেয়ার করুন।


৫. এখন যখন আপনার ভিজিটর ঐ লিং এ ক্লীক করবে তখন Skip Ad নামে একটি বাটন আসবে। সেখানে ক্লীক করলে আপনার ভিজিটর ডাউনলোড লিং এ চলে যাবে। এবং আপনার এডফ্লাইএর একাউন্টে টাকা জমা হবে।


খ. রিপোর্ট:
আপনার লিংগুলো থেকে কতবার ডাউনলোড হয়েছে এবং কত টাকা আয় হয়েছে সেটার একটা রিপোর্ট সুবিধাও রয়েছে এডফ্লাই তে। এটা অনেকটা শেয়ার বাজারের দাম কমা বাড়ার একটা চার্ট এর মতো। নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবেন:






গ. ব্যালেন্স:
আপনি কত টাকা আয় করেছেন মুলত সেটাই হলো আপনার ব্যালেন্স। একটা কথা সব সময় মনে রাখবেন আপনার লিংটি দিয়ে যত বেশি ডাউলোড বা ক্লীক হবে আপনি তত বেশি ব্যালেন্স পাবেন। এটাই স্বাভাবিক। আপনি যখন এডফ্লাইতে লগইন করবেন তখনই আজকের এবং সর্বমোট ব্যালেন্সটি দেখতে পাবেন। কিন্তু যখন আপনি পেমেন্ট পাবেন তখন আপনার ব্যালেন্স $0.0000 হয়ে যাবে। মানে আপনার ব্যালেন্স রিস্টার্ট হয়ে যাবে এবং আবার প্রথম থেকে আয় করতে হবে। নিচে ছবির মাধ্যমে দেখানো হলো: 


ঘ. আপডেট খবর:
এডফ্লাই এর এডমিন এর কাছ থেকে বিভিন্ন আপডেট নিউজ পাওয়া যায়। আর সেটা এডফ্লাই এ লগইন করার পর হোম পেজেই থাকে। ভাবছেন কেমন খবর? যেমন ধরুন পেমেন্ট কবে করা হয়েছে। নতুন সুবিধা ইত্যাদি ইত্যাদি।


ঙ. একাউন্ট সেটাংস
এটা এডফ্লাই এর অত্যান্ত গুরুত্বপুর্ণ একটা জায়গা। এখানেই মুলত আপনার পেমেন্ট এর ইমেইলটি থাকে। মানে আপনি পেপাল নাকি এলার্টপের মাধ্যমে টাকা আয় করবেন। আপনার একাউন্ট সেটাংস এর জন্য এডফ্লাই এর Account বাটনে ক্লীক করুন। এবার নিচের দিকে Payment Processor এর বক্সে আপনি যে মাধ্যমে টাকা পেমেন্ট নিতে চান সেটি সিলেক্ট করুন। এলার্টপের মাধ্যমে টাকা নিতে চাইলে Alertpay সিলেক্ট করুন। অথবা পেপালের  মাধ্যমে টাকা নিতে চাইলে Paypal সিলেক্ট করুন। এবার Withdrawal Email এ আপনার ইমেইলটা লিখুন। পেপাল হলে পেপালএর ইমেইল অথবা এলার্টপে হলে এলার্টপের ইমেইল। সবশেষে Update বাটনে ক্লীক করে আপনার একাউন্টটি সিলেক্ট করুন। আপনাদের সুবিধার জন্য নিচে একটা ছবি দেওয়া হলো:




চ. পেমেন্ট:
এডফ্লাইতে আপনি সর্ব নিম্ন ৫ ডলার হলে টাকা তুলতে পারবেন। এডফ্লাই এর একটা বিষয় আমার খুবই ভালো লাগে। আর সেটা হলো অটোমেটিক পেমেন্ট। অনেকটা গুগল এডসেন্স এর মতো। এডফ্লাইতে টাকা তুলতে কোন রিকুয়েস্ট পাঠাতে হয় না। মাসে শেষে নির্ধারিত তারিখে অটোমেটিক টাকা পেমেন্ট করা হয়। আমি আগেই বলেছি আপনি টাকা পেপাল বা এলার্টপের মাধ্যমে তুলতে পারবেন। 


ছ. সত্যতা:
এডফ্লাই এর ফোরামে গেলেই পেমেন্ট এর সত্যতা এবং নানান প্রশ্নের জবাব পাবেন। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন টপিকে পোষ্ট হয়। বিশেষ করে পেমেন্ট এর সত্যতা সম্পর্কে। যারা পেমেন্ট পায় তারা সেখানে তাদের একাউন্ট দেখায়। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবুও আপনাদের সান্তনা দেওয়ার জন্য ৭ তারিখের পেমেন্টের ছবি নিচে দেওয়া হলো:




আশা করি আপনারা এডফ্লাই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আমি আরো আশা করবো আপনার এড ফ্লাই এর মাধ্যমে একজন সফল ব্লগার হিসেবে গড়ে উঠতে পারবেন। কোন সমস্যা বা ভালো লাগলে বা কাজে লাগলে কমেন্টস করতে আবার আলসেমি করবেন না যেন।
»» read more

দেখে নিন কিভাবে ডলার বা অন্য যেকোন মূদ্রা কনভার্ট করতে হয়

আমরা যারা ইন্টারনেটে টুক টাক আয় করি বা আনেক সময় আমাদের হাতে ডলার আসে। তখন জানতে হয় ১ ডলার সমান কত টাকা। এটা জানার জন্য অনেক সময় আমাদের ব্যাংক বা ডলার ব্যবসায়ীদের কাছে যেতে হয়। আবার ডলার ব্যবসায়ীরা সঠিক নাও বলতে পারেন বেশি লাভ করার জন্য। আবার ব্যাংক সাধারনত বাসা থেকে দূরে হওয়ায় সময় নস্ট হয় এবং যাতায়াতের ঝামেলাও পোহাতে হয়।
আজ আমি আপনাদের একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব য়েখানে আপনি এক ক্লিকে দেখে নিতে পারবেন ডলারের বর্তমান বাজার দর কত বাংলাদেশি টাকা। তো চলুন দেখি কি ভাবে ডলার কনভাট করতে হয়।
প্রথমে এই লিংক এ ক্লিক করুন এবং USD লেখা খালি ঘরে ডলার এর সংখ্যা লিখুন। তারপর কনভাটে ক্লিক করুন এ বার দেখুন বাংলা টাকা কত।
Image 2
এই সাইটের হোমপেইজে গেলে আরও বিভিন্ন দেশী মূদ্রা কনভার্ট করার অপশন পাবেন।
ঠিকানাঃ http://coinmill.com/
এরকম আরও কিছু পোস্টঃ
»» read more

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ*

বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোন ফ্রীল্যান্সিং সাইটেই কাজ করে তার পেমেন্ট ঘরে নিয়ে আসা সত্যি অনেক কষ্টসাধ্য। একদিকে অতিরিক্ত চার্জ দিতে হয় আবার অন্য দিকে যদি ব্যাংক থেকে উঠাতে হয় তবে, ব্যাংকে তার প্রমান দেখাতে হয় মাঝে মাঝে যে, অর্থটি কোথা থেকে এসেছে:( আরো অনেক কিছু। যাই হোক আজকের আলোচনা কিভাবে মানিবুকার্স এর মাধ্যমে ফ্রীলান্সার থেকে টাকা উত্তোলন করতে পারবেন। বলতে পরেন মানিবুকার্স কে ফ্রীলান্সারে এক্টিভিশন প্রক্রিয়া। তো চলুন শুরু করা যাক …
১. আপনার ফ্রীলান্সার ড্যাসবোর্ড এর পেমেন্টস মেন্যু থেকে Withdraw funds এ ক্লিক করুন।
1
২. এবার Withdraw request থেকে moneybookers.com নির্বাচন করুন।
2
৩. উল্লেখ্য, আপনি যত ডলার উত্তোলন করতে চাইবেন, আপনার একাউন্টে অবশ্যই তত ডলার থাকতে হবে। moneybookers.com এর মাধ্যমে আপনি সর্বনিম্ন 30$ এবং সর্বোচ্চ 10000$ উত্তোলন করতে পারবেন। এবার, Withdraw অপশনে আপনার moneybookers.com এর ইমেইল আইডি, Withdraw ডলারের পরিমান লিখে দিয়ে Next করুন।
3
৪. এবার, moneybookers.com এ আপনার রিকোয়েষ্ট কনফার্ম করুন। যদি কোন কিছু পরিবর্তন করতে হয়, তবে Back করে পরিবর্তন করে নিন। অন্যথায়, Submit Request এ ক্লিক করুন।
4
৫. আপনার মেইলে কনফার্ম মেসেজ দিবে রিকোয়েষ্ট টি সাবমিট হলে। এখানে, Request Status : Delayed দেখানোর কারন হচ্ছে আপনার ফ্রীলান্সার একাউন্টে পর্যাপ্ত ডলার নাই। রিকোয়েষ্ট প্রোসেসিং এর সময় নিবে অন্ত্যত ১৫-২০ দিন। তার পরের রিকোয়েষ্ট গুলো সর্বোচ্চ ৩ দিন সময় নিবে। কবে নাগাদ আপনার ডলার moneybookers.com এর ডিপোজিট হবে তাও উল্লেখ্য।
5
৬. এবার Payments মেন্যু থেকে View Payments এ ক্লিক করে পেমেন্ট এর বিস্তারিত দেখে নিন।
6৭. নিচের ইমেজটি লক্ষ করুন। এখানে, ৪৫ ডলার উত্তোলনের জন্য রিকোয়েষ্ট করা হয়েছে ২১/৩/২০১১ তারিখে এবং তা ১২/৪/২০১১ তারিখের মধ্যে মানিবুকার্স একাউন্টে পাঠানো হবে নির্দেশনা মতে। আবারো বলছি, ফ্রীলান্সারের জন্য প্রথম বারের মত মানিবুকার্সে উত্তোলন করতে সময় লাগে কমপক্ষে ১৫-২০দিন। আর একবার একটিভ হলে, পরবর্তী পেমেন্ট রিকোয়েষ্ট গুলো ২-৩ দিনের মধ্যেই সম্পন্ন হয়।
7৮. আপনার পেমেন্ট রিকোয়েষ্ট অনুযায়ী যদি একাউন্ট-এ পর্যাপ্ত ডলার না থাকে তবে, উপরের চিত্রের মত স্টাটাস দেখাবে। পর্যাপ্ত ডলার থাকলে তা নিচের চিত্রের মত স্টাটাস প্রদর্শন করবে।
8
এবার অপেক্ষা করুন ডলার ট্রান্সফার এর জন্য। সমস্যা হলে  মামাবাংলাদেশ এই বাটনে অথবা ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না।
»» read more

পেপাল এর বিকল্পঃ মানিবুকার্স এর মাধ্যমে সহজে অর্থ লেনদেন পদ্ধতি


মানিবুকার্স হচ্ছে ইউরোপের একটি অন্যতম প্রধান অনলাইন অর্থ লেনদেনের প্রতিষ্ঠান। বর্তমানে মানিবুকার্সের এক কোটি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। এটি বাংলাদেশসহ বিশ্বের দু’শয়েরও বেশি দেশে ৮০ ধরনের অর্থ লেনদেনের সুবিধা দেয়। বর্তমানে প্রতিদিন ১৫ হাজারের উপর নতুন ব্যবহারকারী মানিবুকার্সে রেজিস্ট্রেশন করছে।
বাংলাদেশের মানুদের কাছে মানিবুকারসকে বলা হয় বাঙ্গালীর পেপাল। এটি বাংলাদেশের মানুষের কাছে পেপালের প্রধান বিকল্প। বিশেষ করে যেসব দেশে পেপালের কোনো সাপোর্ট নেই, সেসব দেশের জন্য মানিবুকারস একটি আদর্শ মাধ্যম। বিশ্বের প্রায় শতকরা ৮০ভাগ ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসে মানিবুকারস সাপোর্ট করে। এক্ষেত্রে তুলানামুলকভাবে কম খরচ পড়ে। ফ্রিল্যান্সিং সাইট ছাড়া কোন ব্যক্তি থেকে অর্থ গ্রহনের জন্য কোন ফি দিতে হয় ন।
রেজিস্ট্রেশন পদ্ধতি
মানিবুকাসের নিরাপত্তা জোরদার করার জন্য এটি প্রত্যেক ব্যবহারকীকে তিনটি পদ্ধতিতে যাচাই করে থাকে। এগুলো হচ্ছে- ঠিকানা যাচাই, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এবং ক্রেডিট/ডেবিট কার্ড যাচাই। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ঐচ্ছিক, তবে প্রথম দু’টি অবশ্যই সম্পন্ন করে। যাদের মানিবুকারস্ একাউন্ট নাই তারা এখানে ক্লিক করুন এবং দ্রুত একটি একাউন্ট করে ফেলুন।
ঠিকানা নিশ্চিত করা
লগইন করার পর My Account পৃষ্ঠায় Account Status অংশ থেকে Address Verify লিংকে ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনার ঠিকানাটি দেখাবে, এরপর ‘Send me a verification letter’ বাটনে ক্লিক করুন। মানিবুকারস আপনার ঠিকানায় একটি চিঠি পাঠাবে। চিঠিটি আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। চিঠিতে আপনাকে ছয়টি সংখ্যার একটি কোড পাঠানো হবে। কোডটি পাবার পর সাইটে লগইন করে “My Account”? ‘Profile’ পৃষ্ঠায় গিয়ে আপনার ঠিকানার পাশের ‘Verify’ লিংকে ক্লিক করুন। সেই কোডটি জমা দিন। এরপর আপনি মানিবুকাসের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারবেন।
ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা
মানিবুকারস থেকে আপনার ব্যাংকে অর্থ তুলতে হলে My Account থেকে প্রথমে একটি ব্যাংক অ্যাকাউন্ট যোগ করে নিন। এক্ষেত্রে আপনার ব্যাংকের SWIFT কোড, ব্যাংকের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। মানিবুকারসে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার সাথে সাথে আপনি ব্যাংকে অর্থ তুলতে পারবেন। তবে এক্ষেত্রে মানিবুকারস আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যাচাই করতে বলবে। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য ব্যবহারকারীর ব্যাংক থেকে মানিবুকারসের অ্যাকাউন্ট থেকে সামান্য পরিমাণ অর্থ (5 থেকে 10 ডলার) পাঠাতে হবে। তবে বাংলাদেশের আইনের জন্য কোন ব্যাংক থেকেই মানিবুকারসে টাকা পাঠাতে পারবেন না। এক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবেঃ
  1. কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে অর্থ পাবার পর মানিবুকারস দিয়ে একবার অর্থ উত্তোলন করুন। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই না করেও আপনি দু’বার অর্থ উত্তোলন করতে পারবেন। এজন্য লগইন করে Withdraw লিংকে ক্লিক করুন।
  2. টাকা ব্যাংকে জমা হবার পর ব্যাংক থেকে বিগত ছয় মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট চেয়ে নিন।
  3. ব্যাংক স্টেটমেন্টের মধ্যে মানিবুকারস থেকে আপনি যে অর্থ পেয়েছেন তার তারিখ এবং ডলারের পরিমাণ দেখতে পারেন। কিন্তু এই ডলার কার কাছ থেকে এসেছে, তা উল্লেখ থাকবে না। এজন্য আপনাকে ওই লেনদেনের SWIFT Transaction নামের আরেকটি কাগজ সংগ্রহ করতে হবে। সাধারণত ব্যাংক এ কাগজ আপনাকে দিতে চাইবে না। কিন্তু আপনি যদি পুরো বিষয়টি তাদের বুঝিয়ে বলতে পারেন, তাহলে তারা আপনাকে কাগজটির ফটোকপি দিতে সম্মত হবে। প্রকৃতপক্ষে আপনি যে ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করছেন, তা জানতে পারলে তারা খুশি হয়েই আপনাকে সাহায্য করবে।
  4. ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাগজগুলো সত্যায়িত করার পর এগুলোকে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিন। সাথে পাসপোর্টও স্ক্যান করে নিন।
  5. এরপর merchantservices@moneybookers.com ঠিকানায় ই-মেইল অ্যাটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন। ই-মেইলের Subject হিসেবে Manual Bank Account Verification উল্লেখ করুন এবং তাদের জানিয়ে দিন বাংলাদেশ থেকে যেহেতু কোন টাকা মানিবুকারসে পাঠানো সম্ভব নয়, তাই আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সংশ্লিষ্ট কাগজের স্ক্যানকপি ই-মেইলে মাধ্যমে পাঠাচ্ছেন। তারা যেন Manually আপনার ব্যাংক একাউন্ট যাচাই করে নেয়।
  6. ই-মেইল পাঠানোর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি মানিবুকারস থেকে ই-মেইল পাবেন। সবকিছু উপরে উল্লিখিত নিয়ম অনুযায়ী করতে পারলে মানিবুকারস কর্তৃপক্ষ আপনার ব্যাংক অ্যকাউন্টটি নিশ্চিত করে নেবে। এরপর আপনার মানিবুকাসের সব সুবিধা নিরবচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন।
ক্রেডিট/ ডেবিট কার্ড যোগ করা
যাদের ক্রেডিট/ ডেবিট কার্ড রয়েছে তারা ইচ্ছে করলে মানিবুকারসে কার্ডটি যোগ করে কার্ডের টাকা মানিবুকারসে নিয়ে যেতে পারবেন। বর্তমানে অনেকেরিই পেওনার প্রদত্ত ডেবিট মাস্টারকার্ড রয়েছে। এই কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে। তবে এই কার্ডের টাকাকে শুধু এটিএম থেকে ক্যাশ হিসেবে তোলা হয়, ব্যাংকের সাথে এর কোন যোগাযোগ নেই। কার্ডের টাকাকে আপনার ব্যাংকে জমা রাখতে চাইলে এটিএম থেকে টাকা নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। এটিএম থেকে এক দিনে একটি নির্দিষ্ট অংকের বেশি অর্থ তুলতে পারবেন না। ফলে বড় অংকের অর্থের ক্ষেত্রে কয়েকদিনে টাকা জমা দিতে হবে, যা ঝামেলাপূর্ণ ও নিরাপদও নয়। মানিবুকারসের মাধ্যমে সে কাজ ঘরে বসে কয়েকটি ক্লিকের মাধ্যমে করা যাবে।এজন্য প্রথমে মাস্টারকার্ডটি মানিবুকারসে যোগ করুন। কার্ডটি সঠিকভাবে যাচাই হবার পর উপরের মেনু থেকে Upload Funds লিংকে ক্লিক করে Credit Card অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার কার্ডের পেশনে লেখা তিনটি সংখ্যার CVV2 কোড দিন এবং কত টাকা কার্ড থেকে মানিবুকারসে নিতে চান তা উল্লেখ করুন। Next বাটনে ক্লিক করার সাথে সাথেই কার্ড থেকে মানিবুকারসের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এরপর মেনু থেকে Withdraw লিংক-এ ক্লিক করে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। কার্ড থেকে মানিবুকারসে টাকা আনতে কিছু চার্জ যুক্ত হবে, যা মাস্টারকার্ডের মাধ্যমে টাকা তোলার চেয়ে সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রে মানিবুকারসের কোনো সার্ভিস নেই। যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মানিবুকারসে রেজিস্ট্রেশন করতে পারে না। যে সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ই-কমার্স সাইট যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হচ্ছে সেগুলো মানিবুকারসের মাধ্যমে কোন সার্ভিস দিতে পারে না।
মানিবুকারসে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে তা যাচাই করাটা প্রথম দিকে একটু ঝামেলাপূর্ণ। কিন্তু একবার যাচাই হয়ে গেলে মানিবুকারসের কল্যাণে অনলাইনে অর্থ লেনদেনের একটি বিশাল ক্ষেত্র আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। যা দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং, ই-কমার্স সাইট তৈরী,  কেনাকাটা ইত্যাদি অসংখ্য কাজে মানিবুকারসকে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশী ফ্রিল্যান্সাররা তাদের পরিচিত ক্লায়েন্টের কাজ থেকে এই পদ্ধতিতে কোন খরচ ছাড়াই সরাসরি অর্থ গ্রহণ করতে পারবেন (যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট ছাড়া)। মানিবুকারস একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে নিরাপদ এবং ঝামেলাহীন অনলাইন লেনদেনের মাধ্যম।

»» read more

উইন্ডোজের ওয়েলকাম স্ক্রীন যেভাবে বন্ধ করে দেবেন


আসসালামুআলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে ভাবতেছিলাম আনকমন কিছু করার। কিন্তু ব্যস্ততার কারণে আর আনকমন বিষয় নিয়ে লেখা হয়ে ওঠে নি। আমার জানা মতে মনে হয় প্রায় অধিকাংশ মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। আমার মতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমই বেশ সুবিধা জনক। যাহোক বেশি কিছু আর বলছি না। আপনারা মনে হয় শিরনামটা দেখেই ধরে নিয়েছেন যে আমি কি বিষয়ে লিখতে যাচ্ছি। এটা হলো লগইন ওয়েলকাম স্ত্রীন সম্পর্কে। আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর অধিনে থাকা পিসিটি চালু করি তখন প্রথমে Welcome নামে একটা স্ত্রীন আছে তার পর পিসি চালু হয়। আপনারা ইচ্ছা করলেই এই ওয়েলকাম স্ক্রীনকে খুব সহজেই বন্ধ করে দিতে পারেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১. প্রথমে Start মেনু থেকে Run যান।
২. gpedit.msc লিখে ইন্টার চাপুন।
৩. একটা বক্স আসলে সেখানে User Configuration এ ক্লিক করুন।
৪. তারপর Administrative Templates এ ক্লিক করুন।
৫. সবশেষে System এ ক্লিক করুন।



৬. System এ ক্লিক করার পর ডান পাশে আনেক গুলো লেখা দেখবেন। সেখান থেকে "Don’t display the Getting Started welcome screen at logon" এ রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।




 


৭. একটি বক্স আসলে সেখানে Enable রেডিও বাটনে ক্লীক করুন। Apply ও Ok বাটনে ক্লীক করে বেরিয়ে আসুন।


৮. এবার আপনার কম্পিউটার রিস্টার্ট দিন।
এবার থেকে যখনই আপনার পিসি চালু করবেন তখন ওয়েলকাম স্ত্রীন আর আসবে না।

ধন্যবাদ...
»» read more

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA