গ্রাফিক্স ডিজাইনে ইউলিড ফটো ইমপ্যাক্ট

দেশে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সাধারণত অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারটিই বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে প্রথাগত এসব সফটওয়্যার ছাড়াও বাজারে বেশকিছু নান্দনিক এবং মজার ফিচার সমৃদ্ধ সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে 'ইউলিড ফটো ইমপ্যাক্ট' অন্যতম। ফটোশপে বিশেষ কোনো ইফেক্ট দেওয়ার জন্য অতিরিক্ত প্লাগইনস ব্যবহার করতে হয়। কিন্তু ইউলিড ফটো ইমপ্যাক্ট সফটওয়্যারটিতে এ ঝামেলা নেই। ডিজিটাল ফটোগ্রাফির সঙ্গে জড়িতদের জন্য সফটওয়্যারটি বেশ কাজের। সফটওয়্যারটির মাধ্যমে সহজেই ছবির প্রকৃত রূপটি আরও শৈল্পিকভাবে উপস্থাপন করা যায় বা মনের মতো করা যায়। অন্যান্য গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের চেয়ে এটি বেশ হালকা, তাই কাজেও অনেক বেশি গতিশীল বা সুবিধা আছে। এর মূল ইন্টারফেসটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ফটোশপের মতোই। তাই ফটোশপে যারা দক্ষ তাদের আলদা করে ফটো ইমপ্যাক্টের বিস্তারিত শেখার প্রয়োজন নেই তাতেই চলবে। সফটওয়্যারটিতে ডিজাইনের জন্য ইজি প্যালেট টুলস থেকেই মিলবে ডিজাইনের বিভিন্ন উপকরণ। ছবির বাম পাশেই থাকে পিক টুল, টেক্সট টুল, ড্রয়িং টুল, ক্রপ টুল, স্লাইস টুল ইত্যাদি। নিচের এই সাইটটি
 বা এই বাটন থেকে ডাউনলোড 
 
 
থেকে সফটওয়্যারটি
বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন আপনারা। পরে তা ইন-ইস্টল করে নিবেন।
ধন্যবাদ।
»» read more

সেলফোনে বাংলা ওয়েবসাইট দেখুন।



undefined
এবার আপনাদের জানাব সেলফোনে বাংলা ওয়েবসাইট দেখুন। মাল্টিমিডিয়া সেলফোনে ইন্টারনেট ব্যবহার করেন না এমন লোক খুব কম আছে। দিন দিন সেলফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে নকিয়া সরাসরি বাংলা সমর্থন করলেও অন্য ব্র্যান্ড হ্যন্ড সেটগুলো সমর্থন করে না। এজন্য ইচ্ছা করলেও আপনি অন্যান্য ব্র্যান্ডের সেটে বাংলা ওয়েবসাইটে ঢুকতে  পরবেন না। তবে খুব সহজেই এর সমাধান করা যাবে। এ জন্য প্রথমেই প্রয়োজনেআপনার সেটে একটি অপেরা মিনি নামের একটি ক্ষুদ্র মোবাইল নেট ব্রাউজার। প্রথমে সেলফোনের ইন্টারনেট অপশনের অ্যাড্রেসবারে গিয়ে  m.opera.com/mini ঠিকানা দিয়ে এন্টার চাপুন এবং অপেরা মিনি ডাউনলোড করে নিন। এবার অপেরার অ্যাড্রসেবারে opera:config লিখে ok করতে হবে। এখন একটি ইউজার সেটিং বক্স আসবে। এখানে নিচের দিকে User Bitmap Fonts for Complex Scripts ঘরটিতে ণবং দিয়ে ঝধাব দিতে হবে। এবার Menu>Tools>Settings--এ গিয়ে Mobile View সক্রিয় করে Font Size G Large নির্বাচন করতে হবে। এখন ইউনিকোড সমর্থিত যে কোনো বাংলা ওয়েবসাইটে প্রবেশ করলেই পরিষ্কার বাংলা দেখা যাবে।
সকলকে ধন্যবাদ ভাল থাকবেন।
»» read more

কম্পিউটার হঠাৎ রিস্টার্ট হওয়া এবং তার পতিকার।

আজ আপনাদের জানাব কম্পিউটার হঠাৎ রিস্টার্ট হওয়া এবং তার পতিকার। অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান এবং বিরক্তি বোধ হয়। এ সম্পর্কে কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
  • যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে এক্ষেত্রে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না তা  দেখুনিন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে CPU পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হতেপারে। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
  • কোন যন্ত্র র্যামের জামের কারণে এটি হতে পারে। তা দেখে নিন।
  • রের্মের সমস্যার কারণে এটি হতে পারে। এক্ষেত্রে আপনার কম্পিউটারের  রেম খুলে পরিষ্কার কারে লাগাবেন।
  • ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
  • উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে অথবা আপনার কম্পিউটারের উইন্ডোজ পরেযেতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
  • পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে। ভাল ভাবে নিয়োম জেনে ইনস্টল দিলে সমস্যা সমাধান হতে পারে।
  • বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে। এক্ষেত্রে আপনি আপনার CPU  তে  UPS  ব্যবহার করতে পারেন।
  • CPU এর কোন যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে। তাই তা পরিষ্কার করে এ সমস্যা সমাধান করতে পারেন।
 সকলকে ধন্যবাদ।  মন্তব্য করবেন।
»» read more

প্রবন্ধ নিয়ে ওয়েবসাইট প্রকাশিত

প্রথম বারের মত বাংলাদেশ থেকে বিভিন্ন বিষয়ের প্রবন্ধ নিয়ে ইন্টারনেটে একটি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে। আর্ট, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, ব্যবসা, প্রযুক্তি, চাকরি, কম্পিউটার, সংগঠন, খেলাধুলাসহ ইত্যাদি বিষয়ের প্রবন্ধ রয়েছে এই সাইটে। এই সাইটি ভিজিট করতে এখানে ক্লিক করুন এখানে: www.ideatodays.com ভিজিট করলে হইত পেতে পারেন আপনার কাংখিত তথ্যগুলো।
সকলকে ধন্যবাদ।
»» read more

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA