ব্লগকে সুন্দর করা উপায়

সবাইকে আমার সালাম! কিছু দিন থেকে একটু ব্যস্ত ছিলাম আমার পড়াশুনা নিয়েআর এদিকে আমার ওয়েবসাইটকে নতুন সার্ভারে ট্রান্সফার করলামযাই হোক এদানিং সবাই নিজের একটা ব্লগ বা ওয়েবসাইট বানাছেকেউ শখের বসে, কেউ বা টাকা ইনকামের জন্যকিন্তু অনেকের মধ্যে একটা ভুল ধারন আছে, তারা মনে করে ব্লগ বানালেই মনে হয় হাজার হাজার ভিজিট এসে যাবে! কেউ কেউ নিজে নিজে লিখতেছে আবার কেউ কেউ বিভিন্ন জায়গা হতে কপি-পেস্ট করে ব্লগ ভরিয়ে দিচ্ছে , কিন্তু ব্লগ তেমন ভিজিটর পাচ্ছে না ফলাফল কয় একদিন পর ব্লগিং থেকে বিদায় নিচ্ছেঝড়ে যাচ্ছে কিছু ভাল মেধা, যাদের কাছ থেকে হয়ত বা আমরা আর নতুন কিছু পেতে পারতামতবে আমার আজকের এই পোস্ট সেই সব ব্লগারদের জন্য যারা নিজে নিজে ব্লগ লিখছে, কোন কপি-পেস্ট করছে না এবং অনেক শ্রম দিচ্ছেন
আপনি একজন ব্লগার , একবার চিন্তা করুন আপনি যখন ব্লগ খুলেছে কখন চিন্তা করেছে আপনি কি জন্য ব্লগ খুলতেছেন? কেন ব্লগ খুলতেছেন? কোন বিষয়ের উপর ব্লগ খুলতেছেন? কি আমি জানি অনেকেই এই চিন্তা গুলো করে না আপনি যদি টাকা ইনকামের কথা চিন্তা করে ব্লগিং করেন তাহলে ভুল করছেন, আপনাকে ব্লগিং করতে হবে নিজের ভালবাসা থেকে, কারন কোন বিষয় যদি ভালবাসা না থাকে তাহলে সেই কাজ হতে সাফল্য পাওয়া সম্ভব নাআপনি যদি একজন সফল ব্লগার হতে চান বা আপনার ব্লগকে পপুলার করতে চান তা হলে নিচের জিনিস গুলো অনুসরন করতে চেস্টা করুন

সুন্দর একটা ব্লগের নাম নির্বাচন করুন

একটা ব্লগ বা ওয়েবসাইটের ডিজাইন ভাল হলে হয় না এর ডোমেইন নাম অনেক বড় একটা ব্যপারআপনার প্রথমে একটা ভাল ডোমেইন নাম সংগ্রহ করতে হবেআপনি আগে আপনার ডোমেইন নেম টা নির্বাচন করুন এরপর আপনার ডোমেইন নেম চেক করে দেখুন আছে কি নাযদি থাকে আপনি এটা ইন্টারনেট থেকে কিনতে পারবেন অনলাইন এ ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার কয় একটা পপুলার সাইট হল
এগুলো থেকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে আপনার খরজ হবে ৭-১০ ডলারের মত যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০-৭০০ টাকা এবং প্রতি বছর এর রেনু ফি ৭-১০ ডলার অর্থা আপনার প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা খূব একটা বেশি না আর আপনি অনলাইনে এই ডোমেইন নেম কিনতে আপনাকে পেপাল বা ভিসা কার্ড ,মার্স্টার কার্ড ব্যবহার করতে হবেএছাড়া এ ব্যবস্থা না থাকলে আপনি বাংলাদেশী কোম্পানি গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবেন

এবার আমি ডোমেইন নেম নেয়ার সময় যে দিক গুলোর কথা আপনার খেয়াল রাখতে হবে তাহল
  • সবচেয়ে সহজ নামে ডোমেইন নেম নির্বাচন করুন যাতে আপনার ভিজিটরা সহজে আপনার ডোমেইন নেম টা মনে রাখতে পারে যেমন www.bdtutorial24.com
  • আপনার ডোমেইন নেম যাতে কোন বড় মানের ওয়েবসাইটের [www.google.com ,www.yahoo.com] সাথে মিলে না যায় যেমন www.bdyahoo24.com , www.bdgoogle24.com ইত্যাদিএতে আপনার ডোমেইন নেম সমস্যা হতে পারে এবং আপনার নামে বাতিল হতে পারে তাই এ বিষয় টা মনে রাখবেন
  • ডোমেইন নেম বড় হলে যেমন www.fahimrezabadhon.com এটা মনে রাখা কঠিন হতে পারে , তাই এই নামের মাঝে আপনি ডেশ [-] ব্যবহার করতে পারেন যেমন www.fahim-reza-badhon.com
  • ডোমেইন নেম বড় করা হতে বিরত থাকুন যেমন www.thelongestlistofthelongeststuffatthelongestdomainnameatlonglast.com

ব্লগের জন্য ভাল একটা লোগো ডিজাইন করুন

ব্লগ সুন্দর কাজ করলেন কিন্তু একটা ভাল লোগো নাই জিনিস্ টা কেমন হল বলুন তো? লোগো আপনার সাইটের নাম এর বৈশিস্ট বহন করে! লোগো দেখে যেন বুঝা যায় এটা অমুখ ভাই/বোনের ব্লগ বা ওয়েব সাইট, তাই নাআপনি নিজে যদি লোগো ডিজাইন না জানেন কিছু পয়সা খরজ করেন না কেন? এখানে তো একবারেই ইনভেস্ট করবেন কিন্তু এর প্রফিট সারা জীবন পাবেনতাই একটা ভাল লোগো ডিজাইন করুন এতে আপনার সাইটের কিছু টা হলেও গ্রহন যোগ্যতা বাড়বে

নিয়মিত পোস্ট দিন

খুব ধুম ধাম ব্লগ ডিজাইন করলেন কিন্তু আপনি আপনার ব্লগে নিয়মিত না তাহলে আপনার পাঠকরা কেন নিয়মিত হবে? ব্লগ এর প্রান হচ্ছে পাঠক ও পোস্ট আপনার ব্লগে যত মানসম্পন পোস্ট দিবে সেরকম হারে পাঠক পাবেনআপনি ব্লগে নিয়মিত পোস্ট করে দেখুনতো পাঠক কেমন হারে বাড়তে থাকেএভাবে দেখবেন একটা সময় আপনার ব্লগে এমন একটা পাঠকগোষ্টী সৃস্টি হয়েছে যারা নিয়মিত আপনার ব্লগ পড়তেছে এবং মন্তব্য করতেছেতাই আপনার ব্লগে আপনি একটু নিয়মিত হবার চেস্টা করুন

বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন হল এমন একটা মাধ্যম যা আপনার সাইটে অনেক ভিজিটর এনে দিতে পারেআপনি আপনার ব্লগের সুবিধাদি নিয়ে লিফটলেট বানাতে পারেন তা বিতরন করুন এছাড়া বিভিন্ন ব্লগ ম্যাগাজিন , পেপারে আপনার ব্লগ বা সাইটের রিভিও দিনপাশাপাশি আপনি নিজে নিজে সবাইকে জানান, আপনি যদি ভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বন্ধুদের জানা তাদের লিঙ্ক শেয়ার করার কথা বলুনআপনার সাইটে যদি ভাল পোস্ট পায় দেখবেন এখান থেকে কিছু নিয়মিত পাঠক পাবেন

অন্যের ব্লগে মন্তব্য করুন এবং মন্তব্যের জবাব দিন

আপনি অন্য ব্লগে মন্তব্য করুন এবং সেখানে আপনার আইডি হিসাবে আপনার সাইটের নাম দিনএছাড়া আপনি বিভিন্ন ফোরামের সাথে থাকুন , সেখানে যে সাক্ষর দেওয়ার স্থানে আপনি আপনার লোগো সাথে আপনার সাইটের লিঙ্ক দিন দেখবেন এখান থেকে আপনি ভাল কিছু ভিজিটর পাবে এবং এতে আপনার পেজ র‍্যাংক একটু উন্নতি হবে

আপনার ব্লগ যখন কিছু নিয়মিত পাঠক হবে তাদের সমস্যা নিয়ে বা বিভিন্ন কারনে যখন মন্তব্য করবে খুব তারা তারি তার মন্তব্যের জবাব দেওয়ার চেস্টা করুন এতে আপনার প্রতি আপনার পাঠকদের গ্রহনযোগ্যতা বাড়বেএবং তারা আপনাকে ভাল চোখে দেখবে এবং সাহায্যের জন্য নিয়মিত আপনার ব্লগে আসবে

ইউনিক আর্টিকেল লিখুন

সব সময় ইউনিক পোস্ট দেওয়ার চেস্টা করবেন অর্থা আপনি যে পোস্ট করবেন অন্য ব্লগ যেন এই পোস্ট না থাকে চেস্টা করবেন সাম্প্রতিক ঘোটে যাওয়া বিষয় গুলো নিয়ে লিখতে, এতে ভাল ভিজিটর পাওয়া যায়সময় এমন টপিক নির্বাচন করুন যা পাঠকরা চায় , পাঠকদের চাহিদার কথা জানার চেস্টা করুন এবং সেই রকমের পোস্ট দিন

ভাল ছবি ব্যবহার করুন

আপনি যে পোস্ট গুলো করবেন তাতে প্রয়োজনীয় ছবি বা স্কিন শর্ট অবশ্যই যুক্ত করবেন, কারন এই ছবি গুলো দেখলে ভিজিটর খুব সহজে সব কিছু বুঝে এবং আপনি এই ছবি গুলো থেকে অনেক ভিজিটর পেতে পারেনআপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন তবে আপনি এই ইমেজ সাইটম্যাপ প্লাগইন ব্যবহার করতে পারেনএটি তৈরি করেছেন আমার প্রিয় একজন ব্লগার Amit Agarwal এই প্লাগিন নিয়ে আর জানতে এই পেজ টি দেখুন

ই-মেইলে সাক্ষর ব্যবহার করুন

আপনি আপনার ইমেইল এ সাক্ষর ব্যবহার করুনআপনার সাক্ষর হিসাবে আপনার ব্লগের লোগো এবং তাতে আপনার লিঙ্ক দিয়ে দিনআপনি বিভিন্ন সময় অনেকেই মেইল করে থাকেন , এতে আপনার ব্লগের লিঙ্ক বিভিন্ন যায়গায় চলে যাবে এবং এ থেকে আপনি কিছু ভিজিটর পেতে পারেন

নিউজলেটার সিস্টেম চালু রাখুন

আপনি আপনার ব্লগে নিউজলেটার সার্ভিস চালু রাখুনকারন সব ভিজিটরের পক্ষে প্রতিদিন আপনার ব্লগ আসা সম্ভব না , তাই তাদের সুবিধার জন্য নিউজলেটার সার্ভিস চালু রাখুনআর আপনাদের এই সুবিধা দিচ্ছে FeedBurner

ব্লগ কমিউনিটির সাথে যুক্ত থাকুন

আপনি আপনার ব্লগকে ব্লগ কমিউনিটি তে সাবমিট করুনকারন এথেকে আপনি অনেক পরিমান ভিজিটর পেতে পারেনজনপ্রিয় কিছু ব্লগ কমিউনিটি হলঃ

  • www.Blogged.com
  • www.Fuelmyblog.com
  • www.Mybloglog.com
  • www.Blogcatalog.com
  • www.Networkedblos.com
আপনি ব্লগ কমিউনিটি গুলোতে নিবন্ধন করে আপনার ব্লগ লিঙ্ক সাবমিট করুন, দেখবেন এখান হতে অনেক ভাল পরিমা ভিজিটর পাবেন

ফেসবুকে শেয়ার করার ব্যবস্থা রাখুন

এই সময় ব্লগকে পপুলার করা মাধ্যম হল ফেসবুকআপনি এই ফেসবুকের মাধ্যমে আপনার ব্লগ অনেক ভিজিটর বা পাঠক পেতে পারেনআপনি আপনার ব্লগের নামে একটা পেজ ওপেন করুন, পেজ তি সবার সাথে শেয়ার করুন এবং আপবার আপনার ব্লগের সর্বশেষ পোস্ট আপডেট করার ব্যবস্থা রাখুন দেখবেন এখান থেকে আপনি অনেক পরিমান ভিজিটর পাচ্ছেনএছারা আপনি আপনার ব্লগ ফেসবুক লাইক বাটন বা ফেসবুক শেয়ার বাটন ব্যবহার করুন এতে আপনার ব্লগের পাঠকরা তাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবে

টুইটারে শেয়ার করার ব্যবস্থা রাখুন

এই সময় ব্লগকে পপুলার করা আর একটা মাধ্যম হল টুইটার আপনি এই টুইটারের মাধ্যমে আপনার ব্লগ অনেক ভিজিটর বা পাঠক পেতে পারেনআপনি আপনার ব্লগের নামে একটা টুইটার একাউন্ট ওপেন করুন, আপনার ব্লগের সর্বশেষ পোস্ট আপডেট করার ব্যবস্থা রাখুন দেখবেন এখান থেকে আপনি অনেক পরিমান ভিজিটর পাচ্ছেন এছারা আপনি আপনার ব্লগ টুইটার শেয়ার বাটন ব্যবহার করুন এতে আপনার ব্লগের পাঠকরা তাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবে

অপ্রয়োজনীয় পোস্ট করা থেকে বিরত থাকুন

অনেকে দেখায় যায় তারা যা পায় তা নিয়ে লিখে , কিন্তু আপনাকে চিন্তা করতে হবে বর্তমান পাঠকরা কি চায় ! আপনার ব্লগে সব সময় চেস্টা করবেন অপ্রয়োজনীয় পোস্ট না করাকারন এথেকে আপনি অনেক পাঠক হারাতে পারেনআপনি যদি সঠিক ভাবে পাঠকদের চাহিদা মিটাতে না পারেন তাহলে একসময় আপনার ব্লগ পাঠক শূন্য হয়ে যাবেতাই অপ্রয়োজনীয় পোস্ট করা বন্ধ করে কম হলেও কাজের পোস্ট করুন

সফল ব্লগারদের ব্লগ পড়ুন

একটা মানুষ নিজে নিজে সব কিছু শিখে না, আর যারা শিখে তারা হয় মহাজ্ঞানীআমি যেহেতু মহাজ্ঞানী না তাই আপনি সব সময় সফল ব্লগারদের ব্লগ পড়িতারা কিভাবে সাফল্য পেলো তা জানার চেস্টা করিআপনি সময় সফল ব্লগারদের ব্লগ পড়ূনতাদের কে অনুপ্রেরনা হিসাবে কাজে লাগানআমি সময় আমার প্রিয় ব্লগার Amit Agarwal এর ব্লগ পড়ি

সহজ শব্দ বা বাক্য ব্যবহার করুন

শব্দ বা বাক্য একটা পোস্ট অনেক বড় জিনিসআপনি যদি এমন শব্দ ব্যবহার করেন যা আপনার পাঠকরা বুঝতে না পারে তাহলে সেই পোস্ট করার কোন মানে হয় কোন ভাল আর্টিকেল লেখার সময় মনে রাখবেন যত সহজ ভাষায় আপনি আপনার পাঠকে বুঝাতে পারেনঅঝথা কঠিন কোন বাক্য বা শব্দ ব্যবহার করবেন নাআশা করি এই ব্যপার টা মাথায় রাখবেন

প্রতিযোগিতার আয়োজন করুন

ব্লগকে চাংগা রাখার জন্য প্রতিযোগিতার আয়োজন করুনসেখানে পুরস্কারের ব্যবস্থা রাখুনপাঠকদের আকৃষ্ট করার জন্য ভাল ভাল সুবিধা রাখুনতাদের সকল বিষয় সাহায্য করুন

অথিতি ব্লগার হিসাবে পোস্ট দিন

ভাল পাঠক পাবার আর একটা উপায় হল অন্য কোন জনপ্রিয় ব্লগে অথিতি লেখক হিসাবে লেখাএতে সেই ব্লগ থেকে আপনি ভাল পাঠক পেতে পারেনকারন আপনি যখন অন্য কোন ব্লগে আপনি ভাল কোন লেখা দিবেন তখন তারা আপনার আর লেখা দেখতে আপনার ব্লগ আসবেতাই অথিতি হিসাবে ভাল মানের লেখা জমা দিন

আমি এই পোস্ট করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকেএখানের অনেক জিনিস বা সব জিনিসেই আপনার জানা থাকতে পারে কিন্তু আপনি হয়ত কাজে লাগাছেন নাআমার মনে হয় আপনি এই জায়গায় বড় একটা ভুল করতেছেনআমি এখানে যা বলেছি তা থেকে একটি কথায় বলতে চাই আপনি যদি ভাল মানের আর্টিকেল লিখেন , ইউনিক আর্টিকেল আর নিয়মিত হতে পারেন আপনি অবশ্যই সাফল্য পাবেনআর ব্লগিং এ একটু ধর্য্য ধরুন দেখবেন সাফল্য আসবেইআর সেই সাফল্যের যে কি আনন্দ বা মজা তা যারা পায় শুধু তারাই জানেযা হোক এতখন আমার এই বিরক্তকর লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদভাল থাকেব আমার জন্য দোয়া করবেন , এভাবে যে আমি আপনাদের মাঝে থাকতে পারি আর বাংলা ব্লগিং করে যেতে পারিখোদা হাফেজ………

 

 

 

 

  1.  

 

ব্লগিং এর অন্তরালে আমরা যা করে চলেছিঃ পর্ব

লিখেছেনঃ অসীম কুমার তারিখঃ ১৬/০৩/২০১১ · 16 টি মতামত 
লেখাটি আপনার পছন্দ হয়েছে?
আমর মত অনেকেই ওয়েবে ঘুরাঘুরি করতে করতে এক সময় ব্লগিং বিষয়টির সাথে পরিচিতি ঘটেছে ব্লগিং মানেই আমরা বুঝি পাতার পর পাতা ওয়েবে লেখা, অন্যের লেখায় মন্তব্য করা, মন্তব্যের উত্তর দেয়া, পারলে নিজের একটা দুইটা সাইট তৈরি করা, তাকে সার্চ ইন্জিনে যুক্ত করার জন্য রাতের ঘুম হারাম করে ফেলা। আর যদি একজন সফল ব্লগারকে খুঁজে বের করার চেষ্টা করা হয়, তাহলে আমরা মাপকাঠি হিসেবে হতে তুলে নিই গুগল এডসেন্স। যার যত বেশি এডসেন্স এর চেক এসেছে ধরা হয় সে তত বেশি সফল। ব্লগিং এর সংজ্ঞা যাই হোক কেন আমরা সকলেই কম বেশি ব্লগিং এর অন্তরালে বেশ কিছু কাজ করে চলেছি, আর বিষয়টিই আজকের আলচ্য বিষয়।
c2তথ্যের প্রবাহ এবং নিরব সাংবাদিকতা
ব্লগিং এর মাধ্যমে আমরা বিশ্বের ঘটে চলা সাম্প্রতিক বিষয়াবলি যেমন তুলে ধরছি, পাশাপাশি কালের আবর্তে চাপা পরে থাকা তথ্যবলীকেও নতুনভাবে উপস্থাপন করে চলেছি প্রতিনিয়ত একজন ব্লগার জেনে বা না জেনেই হোক, স্বার্থ সিদ্ধির জন্যই হোক আর সেবার উদ্দেশ্যেই হোক তথ্য প্রবাহের এই মহকাজটি করে চলেছে অবিরাম ভাবে। বিষয়টিকে এক কথায় বলা যায় নিরব সাংবাদিকতা আমাদের কোন বিশেষ ক্ষমতা নেই, কোন পদমর্যাদাও নেই তাই নিরব শব্দটি ব্যবহার করেছি।
তথ্যের ভিন্ন মাত্রা সৃষ্টি এবং সৃজনশীলতার বিকাশ সাধন
একজন প্রকৃত ব্লগার বিভিন্ন থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনে চিত্র, ভিডিও এবং এনিমেশনের ব্যবহার দ্বারা নিজস্ব চিন্তা ধারা এবং মতামতের উপর ভিত্তি করে সহজভাবে সকলের সামনে উপস্থাপন করে থাকে, যা তথ্যের অনেকগুলো সকে একত্রিত করে এবং ভিন্ন মাত্রা সৃষ্টি করে। আর কাজটি ব্লগারের সৃজনশীলতার এক অনযতম নিদর্শন।
c6নিজস্ব মতামত প্রতিষ্ঠিত করা
আমরা যখন কোন একটি বিষয় ব্লগের মাধ্যমে প্রকাশ করি তখন সকলের সামনে আমাদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়, পাশাপাশি অন্যরাও পক্ষে বা বিপক্ষে তাদের মতামত তুলে ধরতে পারেন। অনেকেই জনমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত মতামতের উপর ভিত্তি করে গরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন, চিন্তা বা ধারণার অথবা জীবন প্রণালীতে পরিবর্তন আনেন।
মাতৃভাষায় তথ্যের নতুন নতুন সৃষ্টি এবং সমৃদ্ধ করণ
প্রায়ই দেখা যায় ব্লগিং এর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সকলের সামনে মাতৃভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়, আর কাজটি করার জন্য আমরা বিভিন্ন তথ্যসুত্র থেকে অনুবাদ করে নিজেদের ভাষায় তুলে ধরি। ফলাফল স্বরূপ বিষটি বাংলা ভাষার তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে।
c3নিজের দক্ষতা দিয়ে অন্যকে দক্ষ করে তোলা
বিশ্বে প্রতিনিয়ত ঘটে চলা ঘটনা প্রবাহ, ক্রীড়া জগৎ, বিজ্ঞান জগৎ, কম্পিউটার বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি সবই কম বেশি সবই ব্লগিং এর মাধ্যমে আলোচিত হচ্ছে। আর অন্যদিকে এটি শেখার জন্য অন্যতম একটি মাধ্যম। বলা যায় নিজের দক্ষতা দিয়ে অন্যকে দক্ষ করে তোলার একটি মাধ্যম। একজন ব্লগার কোন একটি বিষয়ে দক্ষ হলে সে উক্ত বিষয়টিকে সহজভাবে টেকস্ট এবং ইমেজ অথবা ভিডিওর মাধ্যমে সহজভাবে সকলের সামনে উপস্থাপন করে থাকেন। অন্যরাও তার দেখানো পথ অনুসরণ করে একটা পর্যাযে দক্ষ হয়ে ওঠে।
ব্লগিং এর মাধ্যমে আমরা এমনই অসংখ্য কাজ করে চলেছি, যা প্রযুক্তি বিস্তারে, শিক্ষা বিস্তারে, এমনকি মূল্যবোধ মনুষত্ব বিকাশেও একে অপরকে সাহায্য করে চলেছে।
এরকম আরও কিছু পোস্টঃ
»» read more

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA