সেরা অ্যাপ্লিকেশন অ্যাংরি বার্ড


 
 
undefined
লন্ডনে অনুষ্ঠিত 'বেস্ট অ্যাপি অ্যাওয়ার্ড ২০১০' নাইটে
বছরের সেরা অ্যাপ্লিকেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডস। পাশাপাশি রাভিও নামক প্রতিষ্ঠানের ডেভেলপ করা গেমটি সেরা গেম হিসেবেও পুরস্কার জিতেছে। গত সোমবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বেস্ট অ্যাপি [অ্যাপ্লিকেশন] অ্যাওয়ার্ড ২০১০' শীর্ষক অনুষ্ঠানে বছরের সেরা ১০ অ্যাপ্লিকেশনের নাম ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের ভোটে জনপ্রিয়তার শীর্ষে থাকা বহুল ব্যবহৃত ৫০টি অ্যাপিল্গকেশনকে ১০টি শ্রেণীতে মনোনয়ন দেওয়া হয়। এরপর বিচারকদের রায়ে চূড়ান্তভাবে ১০টি ভিন্ন ক্যাটাগরিতে ১০টি অ্যাপসকে পুরস্কার দেওয়ার পাশাপাশি একটি অ্যাপ্লিকেশন বছরের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক জিতেছে সময় ব্যয় ক্যাটাগরিতে সেরা পুরস্কার। ভিওআইপি কলিং অ্যাপিল্গকেশন স্কাইপে অর্জন করেছে বেস্ট মানি সেভিং পুরস্কার। তালিকার অন্য পুরস্কারগুলো পায় যথাক্রমে বেস্ট ফ্যাশন বিভাগে ই-বে ফ্যাশন, লাইফস্টাইল বিভাগে অ্যামাজন, মিউজিকে স্পোটিফাই, ফটোগ্রাফিতে, অ্যাডবি ফটোশপ, স্পোর্টসে স্কাই স্পোর্টস নিউজ, টাইম সেভিংয়ে গুগল ম্যাপস এবং ট্রাভেলার হিসেবে ট্রিপ অ্যাডভাইজর। পুরস্কার জয়ের পর অ্যাংরি বার্ডসের ডেভলপার একে বিস্ময়কর অভিহিত করে বলেন, যে কোনো পর্যায়ে পুরস্কার পাওয়াটা সত্যিই আনন্দের। বর্তমান বিশ্বে অ্যাপস বাণিজ্যে প্রতিদিনই প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বিগত ১৮ মাসে শুধু অ্যাপলের অ্যাপস্টোর থেকে ১০ বিলিয়ন অ্যাপিল্গকেশন ডাউনলোড করা হয়েছে।

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA