সয়ংক্রিয় “Read More” ফাংশন যুক্ত করুন আপনার ব্লগে

সবাই কেমন আছেন? আমি আজ যে বিষয়টা নিয়ে লিখতে বসেছি তা হয়ত অনেকেই জানেন, তবে যারা ব্লগার নতুন ব্যবহার করছেন তাদের অনেক কাজে আসবে বলে আমার মনে হয়। আমরা সবাই চাই ব্লগের হোম পেজটা অনেক সুন্দর থাকুক। প্রথম পেজেই যদি সম্পূর্ন পোস্টটি থাকে তাহলে হোম পেজটা অনেক বড় হয়ে যায় এবং ব্লগটা গোছানো মনে হয় না। আর এটা আপনি খুব সহজেই করতে পারেন automatic Read more function (ডেমো) দিয়ে।
প্রথমে এখানে ক্লীক করে কোডটি ডাউনলোড করে নিন।
ধাপ সমুহ :
1. আপনার ব্লগার একাউন্ট এ লগ ইন করুন ।
2. তার পর ক্লিক করুন Design >> Edit HTML । Expand Widget এ ক্লীক করে টিক চিহ্ন দিন।
3. নিম্নের কোডটি fine করুন (টিপস : কোডটি না পেলে মজিলা এর এডিট অনুশন্ধান অথবা Ctrl + F অপশন ব্যবহার করুন ) ।

4. এবার ডাউনলোড করা ফোল্ডারটির ভেতর থেকে ১নং নোট প্যাডটির কোড কপি করুন, যে কোড টি খুজে বের করলেন তার উপরে পেস্ট করুন ।
5. আবার নিম্নের কোডটি বের করুন (টিপস : কোডটি না পেলে মজিলা এর এডিট অনুশন্ধান অথবা Ctrl + F অপশন ব্যবহার করুন ) ।

6.এবার ডাউনলোড করা ফোল্ডারটির ভেতর থেকে ২নং নোট প্যাডটির কোড কপি করুন, যে কোড টি খুজে বের করলেন তার পরিবর্তে পেস্ট করুন ।
7. এবার SAVE TEMPLATE ক্লিক করুন ।
পোস্টটা যদি কাজে আছে বা অন্য কোন প্রশ্ন থাকে তবে অব্যশই কমেন্ট করে জানাবেন ।

প্রথম প্রকাশঃ www.it-world.tk

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA