মাউসের বাটন পরিবর্তন করা

 
ইচ্ছে করলেই আপনি আপনার মাউসের বাটন পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পূর্বে যেটি ডান বাটন ছিল বর্তমানে তা বাম বাটন এবং পূর্বে যেটি বাম বাটন ছিল সেটি বর্তমানে ডান 
বাটন হিসেবে কাজ করবে । এজন্য Start Button থেকে Settings এ গিয়ে Control Panel ক্লিক করতে হবে। এরপর Mouse মেনোগ্রাম এ ডাবল ক্লিক করতে হবে। পরে Mouse Properties ডায়ালগ বক্সের Button ট্যাব থেকে  Switch Primary and secondary buttons লেখা চেকবক্স-এ সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করতে হবে। Apply বাটনে ক্লিকের পর মাউসের বাটন পরিবর্তন হয়ে যাবে। পরে যদি আবার বাটন পরিবর্তন করতে হয় তবে পূর্ববতী উপায়ে পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে Switch Primary and secondary buttons লেখা চেকবক্স-এ সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করতে হবে। এভাবেই আপনি বাটন পরিবর্তন এবং সংশোধন করতে পারেন।
ধন্যবাদ

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA