পর্নো ওয়েব খুঁজতে একজোট ফেসবুক-মাইক্রোসফট



 

শিশুদের জন্য ক্ষতিকর এমন পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো খুঁজে বের করার জন্য একজোট হয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক। গত শুক্রবার প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে এ জোট গঠনের ঘোষণা দিয়েছে।
তারা জানিয়েছে, এই জোটের কাজ হবে শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইট এবং যারা এসব ওয়েবসাইট শেয়ার করে, তাদের খুঁজে বের করা। শিশু পর্নো ওয়েবসাইট খুঁজে বের করতে ফেসবুক মাইক্রোসফটের তৈরি ফটো ডিএনএ প্রযুক্তি ব্যবহার করবে।
ফেসবুকের সহকারী জেনারেল কাউন্সিল ক্রিস সন্ডারবি বলেন, 'এ পর্যন্ত আমরা দুই কোটি শিশুর ছবি স্ক্যান করেছি। এগুলো ওয়েবসাইট থেকে পর্নোগ্রাফি ছবি খুঁজে বের করতে আমাদের সহায়তা করবে। ফটো ডিএনএ ফেসবুকে আপলোড হওয়া লাখ লাখ শিশুর ছবি স্ক্যান করবে। এখান থেকেই খুঁজে বের করা হবে পর্নোগ্রাফি ছবিগুলো। এরপর যারা এসব ছবি শেয়ার করেন তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।

1 comment:

  1. vai apnar ai site a vidvertiser.ad ar add show kore but ami amar site a ai site ar ad show koraite pari na. jodi apni aktu help korten tahole onek valo hoto.

    ReplyDelete

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA