মেমোরি কার্ড পাসওয়ার্ড ভুলে গেলে তা উদ্ধার কারার পদ্ধুতি


এবার  সেলফোনে মেমোরি কার্ড এর পাসওয়া ভূলে গেলে তা কিভাবে উদ্ধার করবেন তা আপনাদের জানাবো। সেলফোনে মেমোরি কার্ড সুবিধা থাকায় অনেকেই গোপনীয় তথ্যাবলি মেমোরি কার্ডেই সংরক্ষণ করে থাকেন। নিরাপত্তার খাতিরে সেগুলোতে পাসওয়ার্ডও দিয়ে রাখেন অনেকে। তথ্যগুলো দেখার জন্য অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হয়। পাসওয়ার্ড ভুলে গেলেও বিকল্প উপায়ে তথ্যগুলো রিকভার করার সুযোগ রয়েছে। এজন্য অবশ্য মোবাইল এফএক্সপেল্গারার নামক একটি সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে। www.gosymbian.com/FE_download.html থেকে ক্লিক করে Skip ad ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। সফটওয়্যার ইনস্টল শেষে চালু করতে হবে। এরপর C:—-Szstem—-(mmcstore)file Uv Copyকরে মেমোরিকার্ডে Paste করতে হবে। মেমোরিকার্ডে Copy করা mmcstore file ভরষব টির শেষে .txt এক্সটেনশন যুক্ত করতে হবে। ফাইলের নাম হবে mmcstore.txtএরপর কম্পিউটারে ফাইলটি বল্গূটুথ, ডাটাকেবল বা অন্য কোনো মাধ্যমে প্রেরণ করতে হবে। এবার ফাইলটি কম্পিউটারে খুলে Text Document এ দেখা যাবে মেমোরি কার্ডের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে। এটাই আপনার পাসওয়ার্ড।
সকলকে ধন্যবাদ।
কমেন্ট করতে ভুলবেন না।

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA