সেলফোনে চালু হচ্ছে স্কাইপ ভিডিও কলিং

কম্পিউটারের পর এবার সেলফোনে সরাসরি স্কাইপ ভিডিও কল করা যাবে
ইন্টারনেটভিত্তিক টেলিফোনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্কাইপ এবার সেলফোনেও ভিডিও কলিং সেবা চালু করেছে। স্কাইপের মাধ্যমে সেলফোন থেকেই ইন্টারনেটের মাধ্যমে কথা বলার পাশাপাশি ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারবেন। সেলফোনের ক্ষেত্রে বর্তমানে স্কাইপের ভয়েস কলিং সেবা চালু রয়েছে। আপাতত আইওএস ৪.২ অপারেটিং সিস্টেম নির্ভর ডিভাইস এবং আইফোন ফোরের জন্য ভিডিও কলিং সেবাটি চালু করা হয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই সেবাটি চালু করা হবে। আইফোনে ভয়েস কলিংয়ের জন্য গত বছরের এপ্রিল মাসে প্রথম অ্যাপিল্গকেশন বাজারে আনে স্কাইপ। এরপর উইন্ডোজ মোবাইল, অ্যানড্রয়েড এবং সিমবিয়ান সহ অন্যান্য মোবাইল ফোন অপারেটিং সিস্টেমের জন্যও আলাদা সংস্করণ বাজারে এসেছে। স্কাইপ ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটারে ভিডিও কলিং সেবা পেয়ে থাকেন। স্কাইপ সেলফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির ফলে সেলফোনে সেবাটি চালু করতে আগ্রহী হয়ে ওঠে বলে জানা যায়। এজন্য সফটওয়্যার ডেভেলপ করতে কাজ শুরু করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে স্কাইপ ভিডিও কলিং সেবা চালুর কথা জানানো হলেও তা অস্বীকার করেছে বলে জানা যায়।


No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA