বিষয়ঃ এলার্টপে রেজিষ্টেশন পদ্দতি

বিসমিল্লাহির রহমানীর রাহিম
undefined
আশা করি সবাই ভালো আছেন।  যা হোক এলার্টপে সম্পর্কে আমাদের অনেকেরই প্রাথমিক ধারণা আছে তাই আর এ বিষয়ে এখানে আলোচনা করবো না। এর আগে এলার্টপে সম্পর্কে একটি পোষ্ট করা হয়েছিল। আজকের পোষ্টের বিষয় বস্তু হলো এলার্টপে তে রেজিষ্টেশন। আপনাদের বোঝার সুবিধার্থে প্রতিটি ধাপ চিত্র সহকারে দেওয়া হয়েছে। আসুন মহান আল্লাহর নামে পোষ্টা শুরু করিঃ
১. প্রথমে এখানে ক্লীক করে এলার্টপে এ যান।
২. সেখানে Sign up বাটনে ক্লীক করুন।


undefined
৩. এবার Country তে Bangladesh সিলেক্ট করে দিন। আর Personal Starter এ ক্লীক করে চিক চিহ্ন দিন। তারপর Next Step বাটনে ক্লীক করুন।
undefined
৪. এবার একটি ফরম আসবে। সেটি যথাযথ ভাবে পুরুণ করুন। প্রয়োজনে চিত্রের সাহায্য নিতে পারেন।


undefined
৫. তারপর Next Step বাটনে ক্লীক করুন।
৬. আবার একটা ফরম আসবে। সেটি যথাযথ ভাবে পুরুণ করুন। প্রয়োজনে চিত্রের সাহায্য নিতে পারেন। 

[মনে রাখবেনঃ ১.Transaction Pin টি মনে রাখা অত্যান্ত জরুরী। কেননা এটা টাকা তোলার সময় প্রয়োজন পড়বে। ২. মোবাইল নম্বরটি ০ এর পর থেকে শুরু করুন অর্থাৎ ১৯১৫৫০২৫৫৬। ]
undefined
৭. You acknowledge that you have read and agree to AlertPay's User Agreement এর বক্সে ক্লীক করে টিক চিহ্ন দিয়ে দিন।
৭. সবশেষে Final Step বাটনে ক্লীক করুন।
৮. ফলে আপনার ই-মেইলে একটি লিং চলে যাবে।


undefined
৯. আপনার ই-মেইলে প্রবেশ করুন। দেখবেন এলার্ট পে থেকে একটি মেইল এসেছে। সেটি ওপন করুন। এবং ভেরিফিকেশন লিংক এ ক্লীক করুন।


৮. ব্যাস কাজ শেষ। এবার আপনি আপনার একাউন্টে চলে যাবেন। 

সেখানে প্রথমে $০.০০ ডলার দেখতে পাবেন। যখন কোন ওয়েব সাইট থেকে পেমেন্ট আসবে তখন ঐ ওখানে ডলারের অংক যোগ হবে। এবং পাশে একটি ম্যাসেজ আসবে।
আশা করি আপনাদের কাজে লেগেছে। 

ধন্যবাদ,

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA