সফটওয়্যার ছাড়াই যে কোন ব্রাউজারে বাংলা লিখুন!

লেখাটি আপনার পছন্দ হয়েছে?
উবুন্টুতে বাংলা লেখার দু’টি প্রক্রিয়া সম্পর্কে ইতোমধ্যে রাহাত ভাই লিখলেও, এটি একটু ভিন্ন। এই পদ্ধতিতে কোন সফটওয়্যার ইন্সটল না করেই ব্রাউজার থেকে বাংলা লেখা যাবে। তবে শুধু উবুন্টু নয়, অন্য যে কোন অপারেটিং সিস্টেমে এটি কার্যকর। মূলত এটি একটি ব্রাউজার বেজড বুকমার্কলেট। খুবই সহজে মাত্র একটি লিংক বুকমার্ক করে, আপনি এই সুবিধা পেতে পারেন। যে সকল পিসিতে সফটওয়্যার ইন্সটলের সুযোগ নেই, সেসব পিসিতে মজা করে বাংলা লিখতে পারবেন এই পদ্ধতিতে। চলুন দেখা যাক কিভাবে এটি করবেন।

প্রথম এ আপনার ব্রাউজারটি ওপেন করুন। অতঃপর এই লিঙ্ক এ ক্লিক করুন। এরপর একটি পেইজ খুলবে যেটি দেখতে হবে নিচের ছবির মত। সেখানে লাল টিক চিহ্ন দেয়া লিংকটুকু খেয়াল করুন।

অত:পর [অ Type in Bengali] লেখাটি ড্রেগ করে বুকমার্ক টুলবার এ নিয়ে যান। এর পর যে কোন ব্লগ বা ওয়েবসাইটে বাংলা লেখার জন্য ঐ বুকমার্ক এ ক্লিক করলে দেখবেন লেখা এসেছে “google tranliteration bookmarklet enabled”. এরপর থেকে আপনি ফোনেটিক এ বাংলা লিখতে পারবেন। পুনরায় একই জায়গায় ক্লিক করলে তা ডিসেবল হয়ে যাবে এবং ইংরেজিতে লিখতে পারবেন। যারা ওপেন অফিস এ কাজ করেন না, কেবল সার্ফ ও ব্লগ এ লেখালেখি করেন তাদের জন্য এইটি যথেষ্ট সাশ্রয়ী, এবং বলতে গেলে নরমাল একটা বুকমার্ক লিঙ্ক এর সাথে এর কোনো তেমন পার্থক্য নেই।

ছবি সহ আরও বিস্তারিত দেখতেঃ http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_bn.html

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA