আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে যুক্ত করুন ইয়াহু! চ্যাট বক্স

আপনার ব্লগ অথবা ওয়েব সাইটে যুক্ত করুন ইয়াহু! চ্যাট বক্স

আপনার ব্লগ অথবা ওয়েব সাইটের ভিজিটরদের সাথে সরাসরি চ্যাট করতে চাইলে ইয়াহু! চ্যাট বক্স যুক্ত করতে পারেন। এতে করে আপনার ব্লগের পাঠকদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার সুযোগ হবে। এটি করা খুবই সহজ। এরপর এইচটিএমএল কোডটি শুধু আপনার ব্লগ বা ওয়েব সাইটে যুক্ত করলেই চ্যাট বক্স দেখা যাবে।

প্রথমে Yahoo Pingbox site এ যান। তারপর Create a Pingbox বাটনে ক্লিক করুন। এরপর যে পেইজটি আসবে সেখানে চ্যাট বক্সের ব্যাকগ্রাউন্ড থীম, স্ক্রীন নেইম ইত্যাদি সিলেক্ট করুন। তারপর Save বাটনে ক্লিক করুন। আপনার ইয়াহু একাউন্ট এ সাইন ইন করা না থাকলে সাইন ইন করতে বলবে।

এরপর আরেকটি পেইজ আসবে এবং সেখানে ডিফল্ট হিসেবে Any Website সিলেক্ট করা থাকবে। নিচে কোড এর একটি বক্স থাকবে সেখান থেকে এইচটিএমল কোডটি কপি করে ব্লগ অথবা ওয়েব সাইটে ব্যবহার করতে পারবেন।

এছাড়াও MySpace, Hi5, FriendSter ইত্যাদি ট্যাব থেকে সিলেক্ট করলে ভিন্ন ভিন্ন কোড পাওয়া যাবে। আপিনি ইচ্ছে করলে কোড পরিবর্তন করতে পারবেন।

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA