চোখ ধাধানো ওয়েব সাইট নিজেই তৈরী করুন মাত্র ৩০ মিনিটে+বোনাস(ভুলেও মিস করবেন না)

চোখ ধাধানো ওয়েব সাইট নিজেই তৈরী করুন মাত্র ৩০ মিনিটে+বোনাস(ভুলেও মিস করবেন না)

                    নিশ্চই আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান



সবাই কেমন আছেন? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি যে বেশির ভাগ মানুষই চায় নিজের ওয়েব সাইটকে সুন্দর করতে। বিশেষ করে হোম পেজকে সুন্দর এবং আকর্ষনীয় করতে চায় অনেকে। কিন্তু অনেকে ওয়েব সাইট তৈরী করতে জানেন কিন্তু ওয়েব সাইটটি দেখতে তেমন একটা চোখ ঝাঁঝানো হয় না।

পৃথিবীতে অনেক ওয়েব ডিজাইন করার সফটওয়্যার আছে। যেগুলো দিয়ে চোখ ধাধানো ওয়েব সাইট তৈরী করা যায়। কিন্তু সবার পছন্দ ও রুচি এক নয়। যেমন: কেউ হয়ত বলবেন ওয়েব ডিজাইন করার জন্য সবচেয়ে ভাল এবং উপযোগী সফটওয়্যার হলো ড্রিমওয়েভার আবার অন্যজন বলবেন ওয়েব ডিজাইন করার জন্য সবচেয়ে ভাল এবং উপযোগী সফটওয়্যার হলো ফ্রন্টপেজ। যাহোক সবার রুচির দিকে খেয়াল করে আমি আপনাদের কাছে ওয়েবসাইট ডিজাইন করার একটি সফটওয়্যার শেয়ার করলাম।


সফটওয়্যার পরিচিতি:
নাম: Xara Web Designer v6
ভারশন: 6


ডাউনলোড:
আপনি সফটওয়্যারটি হটফাইল এবং ফাইলসার্ভ থেকে ডাউনলোড করতে পারবেন। ফাইলটির মোট সাইজ হলো ২০০ মেগাবাইট।

Download part 2

অথবা 

যদি এই টিউনটি করো উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনার মতামত থাকলে বা ভাল লাগলে বা কোন প্রশ্ন খাকলে কমেন্টস করতে আলসেমি করবেন না কেননা আপনার মুল্যবান কমেন্টসই পারে একজন টিউনার এর মনে আত্ম বিশ্বাস জোগাতে।

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA