বড় আকারের ফাইল শেয়ার করুন কোন ঝামেলা ছাড়াই

বড় আকারের ফাইল শেয়ার করুন কোন ঝামেলা ছাড়াই

অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বন্ধুদের সাথে ফাইল শেয়ার করার প্রয়োজন হয়। এছাড়াও যারা অনলাইনে বেশি সময় কাটান তাদের জন্য ফাইল শেয়ারিং খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। আপনি ইচ্ছে করলে রেজিস্ট্রেশন এবং লগিন ছাড়াই বড় আকারের ফাইল শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। WeTransfer এমন একটি ওয়েব এপ্লিকেশন যেটি ব্যবহার করে আপনি নিমেষেই বড় আকারের ফাইল পাঠাতে পারবেন।
undefined

এর সুবিধা সমূহঃ
  • ২ গিগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করা যাবে।
  • ২০ জনের কাছে ই-মেইলের মাধ্যমে একই সাথে ফাইল পাঠানো যাবে।
  • রেজিস্ট্রেশন এর কোন প্রয়োজন নেই।
  • নিরাপদ ট্রান্সফারের জন্য রয়েছে ভাইরাস স্ক্যানার।

undefined


যেভাবে ব্যবহার করবেনঃ
  • প্রথমেই WeTransfer.com ওয়েব সাইটে যান।
  • Add Files এ ক্লিক করে ফাইল সিলেক্ট করুন। (একবার ২গিগা ফাইল আপলোড করলে আপনি আবার আরও ২গিগা আপলোড করতে পারবেন)
  • যাদের সাথে শেয়ার করতে চান তাদের ই-মেইল আইডি লিখুন।
  • এরপর আপনার ই-মেইল আইডি লিখে Transfer এ ক্লিক করুন। আপনি চাইলে ম্যাসেজ বক্সে কিছু লিখতে পারেন।
হাতে সময় কম কিন্তু বড় আকারের ফাইল শেয়ার করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন, লগিন ছাড়া WeTransfer আপনাকে অনেক সহায়তা করতে পারে। ফ্রী ফাইল শেয়ারিং এর জন্য এটি আসলেই একটি দারুন ব্যবহারবান্ধব আপ্লিকেশন।

No comments:

Post a Comment

বিনোদন বিষয়ক সাইট দেখুন

বাস্তবে দেখা জল প্রতিফলন।

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

বি: দ্র:-কোন লিংক না দেখা গেলে SKIP AD-এ ক্লিক করবেন।

  • .
 
Blogger Widgets Read more: http://techtunes.com.bd/tutorial/tune-id/70142/#ixzz1Nh3anoHA